বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বড় দলের সুনজরের আশায় ধর্মভিত্তিক দল

বড় দলের সুনজরের আশায় ধর্মভিত্তিক দল

আগামী জাতীয় নির্বাচনে দেশের দুই প্রধান দল আওয়ামী লীগ ও বিএনপির কাছ থেকে বিভিন্ন আসনে ছাড় পাওয়ার আশায় রয়েছে ধর্মভিত্তিক বিভিন্ন দল। এই দলগুলোর একক শক্তিতে ভোটের বৈতরণী পার হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তাই তারা বড় দলের সমর্থন ব্যবহারের চেষ্টা করছে।

‘নৌকা’ ও ‘ধানের শীষ’ নিয়ে নির্বাচন করতে ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে যে প্রতিযোগিতা চলছে, তাদের একটি অংশ আবার গত দুটি জাতীয় নির্বাচনে ছিল বিএনপির বলয়ে। এবার তারা নৌকায় উঠতে চাইছে।

এই দলগুলোর নেতারা আবার আলোচিত ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামীতে আছেন। অরাজনৈতিক সংগঠন হেফাজতে ভোট নিয়ে কোনো মাথাব্যথা না থাকার কথা বললেও তাদের সংগঠনের নেতাদের প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে নজর রাখবে।

২০১০ সালের মার্চে আল্লামা আহমদ শাহ শফির নেতৃত্বে ধর্মভিত্তিক বিভিন্ন দলের নেতারা গঠন করেন হেফাজতে ইসলাম। এই সংগঠনের নেতারা ইসলামী ঐক্যজোট, নেজামে ইসলাম পার্টি, জমিয়তে ওলামায়ে ইসলাম, খেলাফতে আন্দোলন, খেলাফতে মজলিস, বাংলাদেশ খেলাফতে মজলিস ও খেলাফত ইসলামীরও নেতা।

তবে হেফাজত শুরু থেকেই দাবি করছে তাদের রাজনৈতিক পরিচয় বা অভিলাষ নেই। সংগঠনের যুগ্ম মহাসচিব এবং ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ এ প্রসঙ্গে বলেন, ‘নির্বাচনকেন্দ্রিক কোনো চিন্তা হেফাজতে ইসলামের নেই। হেফাজত নির্বাচন করবে না। হেফাজতভুক্ত রাজনৈতিক দলগুলো দলগত ও জোটগতভাবে নির্বাচনের চিন্তা-ভাবনা করছে। আর হেফাজত হলো অরাজনৈতিক, ঈমানি, আত্মশুদ্ধির একটি সংগঠন। হেফাজত রাজনীতি করে না, করবেও না।’

নৌকায় উঠছে বিএনপির সাবেক শরিক

১৭ বছরের সম্পর্কের ইতি টেনে ২০১৬ সালে ২০-দলীয় জোট থেকে বের হয়ে যাওয়া ইসলামী ঐক্যজোট এবার ‘নৌকা’ প্রতীকে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে। প্রয়াত নেতা মুফতি ফজলুল হক আমিনীর এই জোট এবার কমপক্ষে চারটি আসনে ছাড় চাইছে আওয়ামী লীগের কাছে।

জোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামীর জন্য নরসিংদী-৩ ও ঢাকা-৫, মহাসচিব মুফতি ফয়জুল্লাহ জন্য চট্টগ্রাম-৭, সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনীর জন্য ব্রাহ্মণবাড়িয়া-৩, সিনিয়র ভাইস চেয়ারম্যান আলতাফ হোসাইনের জন্য কুমিল্লা-১ আসন চাওয়া হয়েছে। এর মধ্যে হাসানাত আমিনীর আসন নিশ্চিত ধরে নিচ্ছেন তারা। কুমিল্লা-১ আসনও পাওয়ার সম্ভাবনার কথা বলছেন তারা। এখন জোর চেষ্টা চলছে চট্টগ্রাম-৭ এবং নরসিংদী-৩ আসনের জন্য।

ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামী বলেন, “দল ও জোটগতভাবে নির্বাচনের প্রস্তুতি আছে আমাদের। যদি ক্ষমতাসীনদের সঙ্গে সমঝোতা হয়, সে ক্ষেত্রে জোটগত সিদ্ধান্তের ভিত্তিতে ইসলামী ঐক্যজোটের মজলিসে শুরার অনুমোদনে নৌকা প্রতীকে ভোট করা হবে। আর তা না হলে আমাদের নিজস্ব প্রতীক ‘মিনার’ নিয়েই নির্বাচন করব।”

২০১৪ সালের দশম সংসদ নির্বাচনে ধর্মভিত্তিক দল তরীকত ফেডারেশনকে চট্টগ্রাম-২ এবং লক্ষ্মীপুর-১ আসনে ছাড় দিয়েছিল আওয়ামী লীগ। এবার আরও বেশি আসন চাইছে তারা।

জাকের পার্টির দাবি আছে ফরিদপুর-২ আসন। সেখানে দলের চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল মোজাদ্দেদী প্রার্থী হতে চান। সবুজ সংকেত পাওয়ার দাবি করছেন নেতাকর্মীরা, যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর