মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বেলকুচিতে সরকারি ভাবে ধান সংগ্রহের লক্ষ্যে উন্মুক্ত লটারি

বেলকুচিতে সরকারি ভাবে ধান সংগ্রহের লক্ষ্যে উন্মুক্ত লটারি

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় সরকারি খাদ্য গুদামে সরাসরি কৃষকের কাছ থেকে বোরো ধান সংগ্রহের লক্ষ্যে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ মে) দুপুরে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তরের আয়োজনে নির্বাহী অফিসার সিফাত-ই-জাহানের সভাপতিত্বে এ লটারি অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: ফিরোজ মাহমুদ। ‌

আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমতুল্লাহ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মুহাম্মদ মামুনুল হক, উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সদস্য সচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাহাদ ইবনে সালাম, প্রকল্প বাস্তরায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম।

বেলকুচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলাইমান হোসেন, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সনিয়া সবুর আকন্দ, ধুকুরিয়াবেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব রশিদ শামীম প্রমূখ।

আলোকিত সিরাজগঞ্জ