বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বেনজেমা রিয়াল মাদ্রিদ ছাড়বেন, তবে…

বেনজেমা রিয়াল মাদ্রিদ ছাড়বেন, তবে…

এক সময় প্রতি দলবদল মানেই করিম বেনজেমার রিয়াল মাদ্রিদ ছাড়ার গুঞ্জন। ক্রিস্টিয়ানো রোনালদো ও গ্যারেথ বেলের সঙ্গে মিলে গড়া ‘বিবিসি’ত্রয়ীর মধ্যে তাঁকেই যে যে সবচেয়ে কম গুরুত্ব দিত সবাই।

সেই ত্রয়ীর দিন ফুরিয়েছে। রোনালদো বিদায় নিয়েছেন প্রায় দুই বছর হলো। বেলও যাই যাই করছেন। কিন্তু সবাইকে বিস্মিত করেই সেই বেনজেমাই এখন রিয়ালের গোলের মূল ভরসা।

বয়স ৩২ বছর হয়ে গেছে। যখন তরুণ ছিলেন, তখনই প্রতি মৌসুমে নতুন কোনো স্ট্রাইকারের সঙ্গে নাম জড়াত রিয়ালের। এখন তো ক্যারিয়ারের শেষ দেখছেন। ফলে লুকা ইয়োভিচের আবির্ভাবের পরও আর্লিং হরলান্ড ও কিলিয়ান এমবাপ্পেদের রিয়ালে আনার গুঞ্জন শোনা যাচ্ছে। এবার বেনজেমাও জানালেন রিয়াল ছাড়তে পারেন, তবে একটি ক্লাবের জন্য।

লিঁওতে জন্ম নেওয়া বেনজেমা সেই ক্লাবে যোগ দিয়েছেন ১০ বছর বয়সে। তরুণ প্রতিভা হয়ে চমকে দিয়েছিলেন সবাইকে। তাঁর গোল করার ক্ষমতার ওপর ভর করেই টানা চারবার লিগ জিতেছিল দলটি। রিয়াল ছেড়ে কোথাও গেলে সেখানেই যাবেন, ‘লিঁওতে ফিরব কি না? আমাকে প্রায়ই জিজ্ঞেস করা হয়। সবাই জানে লিঁওকে কত ভালোবাসি আমি।’

লিঁওর টিভির সঙ্গে সাক্ষাৎকারে অবশ্য এটাও বলেছেন আপাতত রিয়াল ছাড়ছেন না বেনজেমা, ‘এখন লিঁওতে যাওয়া সম্ভব নয়, কারণ আমি বিশ্বের সেরা ক্লাবে আছি এবং এখনো অনেক কিছু করা বাকি। কিন্তু লিঁওতে ফিরতে পারি এবং সেখানেই অবসর নিতে পারি। কেন নয়? আমি লিঁওতে ফিরব। ফুটবলার হিসেবে না ফিরলেও অন্য কোনোভাবে।’

বেনজেমার ফেলে আসা লিঁও অবশ্য আর আগের মতো নেই। মাঝে মধ্যে চমকে দিলেও ফ্রেঞ্চ লিগে পিএসজির দাপটে পাত্তাই পাচ্ছে না তারা। তবে চ্যাম্পিয়নস লিগে এখনো বড় দলগুলোকে ভয় পাইয়ে দেয় লিঁও। এবারই যেমন রোনালদোর জুভেন্টাসকে শেষ ষোলোর প্রথম লেগে হারিয়ে দিয়েছে তারা।

লিঁওর এমন অননুমেয়তা অবশ্য সমর্থক বেনজেমাকে স্বস্তি পেতে দেয় না, ‘আমি লিঁওর ছেলে। আমার ভাই লিগ ওয়ান দেখে নিয়মিত। আমি জানি লিঁও বড় ম্যাচ কীভাবে খেলে। তারা যে কাউকে হারাতে পারে। কিন্তু দুর্বল দলের বিপক্ষে আবার হেরে যায়। এটাই আমাকে বেশি বিরক্ত করে।’

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

শাহজাদপুরে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা
সিরাজগঞ্জে পুরোদমে চলছে কৃষিবান্ধব সোলার প্রকল্পের কাজ
সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বেলকুচিতে বিএসটিআই অনুমোদন না থাকায় টেক্সটাইল মিলকে জরিমানা
বেলকুচিতে পুষ্টি বিষয়ক সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ
এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির
গবেষণায় আরো জোর দিতে বললেন কৃষিমন্ত্রী
রংপুর ও ভোলার চরের মানুষদের সুখবর দিলেন পরিবেশমন্ত্রী
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক