শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিয়ে নিয়ে খোঁচা, বন্ধুর দেহ কুচিকুচি করে কেটে কমোডে ফ্লাশ

বিয়ে নিয়ে খোঁচা, বন্ধুর দেহ কুচিকুচি করে কেটে কমোডে ফ্লাশ

বেশি বয়সে কমবয়সি পাত্রীকে বিয়ে করার সিদ্ধান্তের জন্য বন্ধুর খোঁটা সহ্য হয়নি। তাই বন্ধুর মাথা দেওয়ালে সজোরে ঠুকে দিয়েছিল ৫৮ বছরের গণেশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় বন্ধু পিন্টু শর্মার (৪০)। কিন্তু এতেও রাগ কমেনি। চারদিন ধরে চপার দিয়ে পিন্টুর দেহ কুচি কুচি করে ২০০ টুকরো করে গণেশ। তারপর প্রমাণ লোপাট করতে দেহের ছোট টুকরোগুলি বাথরুমের কমোডের জলে ফেলে চালু করে দেয় ফ্লাশ। আর শরীরের হাড় আলাদা করে ছুঁড়ে ফেলে ট্রেন থেকে। এতকিছু করেও শেষরক্ষা হয়নি। পাইপে দেহাংশ আটকে ধরা পড়ল বন্ধু। ঘটনাটি মুম্বইয়ের ভিরারের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিয়ের জন্য ওই বন্ধুর থেকেই এক লাখ টাকা ধার নিয়েছিল গণেশ। ৪০ হাজার টাকা শোধও করে সে। এরপরই একদিন বাড়িতে আসে পিন্টু। তার বাড়ি এসে বিদ্রুপ করে গণেশকে বলে, পাত্রী তরুণী হওয়ায় বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়তে পারে। তারপরই দেওয়ালে বন্ধুর মাথা সজোরে ঠুকে দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় পিন্টুর। খবর জানাজানির ভয়ে চারদিন ধরে বন্ধুর মৃতদেহ চপার দিয়ে টুকরো টুকরো করে। গণেশ ভেবেছিল, কমোডে ফ্লাশ টেনে পুরো দেহ ভাসিয়ে দেবে। কিন্তু ফ্লাশের জলের তোড়ে পাইপ দিয়ে নামতে পারেনি দেহাংশ। বহুতলের নিকাশি পাইপে দেহের টুকরোগুলি আটকে যাওয়ায় হইচই পড়ে যায়। কেন পাইপ আটকে গিয়েছে তা দেখতে ডাকা হয় সাফাইকর্মীকে। তিনি পাইপ খুলতেই টুকরোগুলি প্রকাশ্যে আসে।

পুলিশি জেরায় খুনের কথা স্বীকার করে গণেশ। ঘটনাটি মুম্বইয়ের ভিরারের। ধৃত জানিয়েছে, সম্প্রতি তার বিয়ে ঠিক হয়েছিল।এতেই প্রবল রেগে যায় গণেশ। দুই বন্ধুর বচসা বাঁধে। আচমকা সজোরে পিণ্টুর মাথা ঠুকে দেয় গণেশ। পুলিশ বলেছে, “বন্ধুর থেকে এক লাখ টাকা ধার নিয়েছিল। তারপর ৪০ হাজার টাকা ফেরৎ দেয় ওই ব্যক্তি। খুনের পর অভিযোগ লোপাট করার জন্য কোমোডে ফ্লাশ টানে। চারদিন ধরে বন্ধুর দেহ কুচিকুচি করে কেটে কমোডে ভাসাতে থাকে। শরীরের হাড় আলাদা করে বস্তাবন্দি করে ট্রেন থেকে ছুঁড়ে ফেলে।”

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
ঈদের দিন ৩ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই