শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বজুড়ে অ্যাপল স্টোর বন্ধ!

বিশ্বজুড়ে অ্যাপল স্টোর বন্ধ!

করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় বিশ্বজুড়ে সব স্টোর সাময়িক বন্ধ করে দিয়েছে অ্যাপল। আগামী ২৭ মার্চ পর্যন্ত স্টোরগুলো বন্ধ থাকবে। এর আগে গত মাসে চীনে ৪২টি স্টোর বন্ধ করে প্রতিষ্ঠানটি। গত সপ্তাহ থেকে চীনের বন্ধ স্টোরগুলো খুলতে শুরু করে অ্যাপল।

অ্যাপলের সবচেয়ে বড় বাজারগুলোর একটি চীন। দেশটির বিক্রয়কেন্দ্রগুলো বন্ধ থাকায় গত মাসে চলতি প্রান্তিকের আয়ের লক্ষ্যমাত্রা কমিয়ে আনার মূল কারণ বলেও জানিয়েছে অ্যাপল। অ্যাপল প্রধান টিম কুক বলেছেন, ভাইরাস সংক্রমণের ঝুঁকি হ্রাস করার সবচেয়ে কার্যকর উপায় হল জনসমাগম কমানো। আমাদের কর্মী ও গ্রাহকদের সুরক্ষার জন্য আমরা স্টোরগুলো সাময়িক বন্ধ করছি।

তবে অ্যাপলের অনলাইন স্টোর খোলা থাকবে। যদি সম্ভব হয় তাহলে চীনের বাইরের কর্মীরা বাড়ি থেকে কাজ করবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এরই মধ্যে নভেল করোনাভাইরাসকে মহামারী রোগ হিসেবে ঘোষণা দিয়েছে। ভাইরাসটির উৎপত্তিস্থল চীন হলেও এখন বিশ্বের শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে।

চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব শুরু হলে সাময়িক সময়ের জন্য দেশটিতে অবস্থিত সব স্টোর, কন্টাক সেন্টার ও উৎপাদন কারখানা বন্ধ করেছিল অ্যাপল। করোনাভাইরাস সংক্রমিত হয়ে সৃষ্ট রোগ কভিড-১৯ আক্রান্তের সংখ্যা ক্রমে বাড়ছে। নভেল করোনাভাইরাসে সংক্রমিত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর