বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ বাছাই: প্রথম জয়ের স্বাদ পেল ফ্রান্স

বিশ্বকাপ বাছাই: প্রথম জয়ের স্বাদ পেল ফ্রান্স

বিশ্বকাপ বাছাইয়ে প্রথম জয়ের স্বাদ পেল বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। আশানুরূপ খেলতে না পারলেও কাজাখস্তানকে হারিয়ে কাঙ্ক্ষিত জয় ঠিকই তুলে নিল দিদিয়ে দেশমের দল।

রোববার প্রতিপক্ষের মাঠে ‘ডি’ গ্রুপের ম্যাচে ২-০ গোলে জিতেছে ফ্রান্স। উসমান দেম্বেলে তাদের এগিয়ে নেয়ার পর স্বাগতিকদের আত্মঘাতী গোলে ব্যবধান হয় দ্বিগুণ।

দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন কিলিয়ান এমবাপে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে ১২২তম স্থানে থাকা কাজাখস্তানের বিপক্ষে শুরু থেকে বল দখলে অনেকটা এগিয়ে থাকলেও প্রথমার্ধে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি দুই নম্বরে থাকা ফ্রান্স।

১৯তম মিনিটে এগিয়ে যায় তারা। অঁতনি মার্শিয়ালের পাস ডি-বক্সের বাইরে পেয়ে ভেতরে ঢুকে ডান পায়ের নিচু শটে ঠিকানা খুঁজে নেন বার্সেলোনা ফরোয়ার্ড দেম্বেলে।

বিরতির আগে শেরি মালির আত্মঘাতী গোলে স্কোরলাইন হয় ২-০। কর্নার হেডে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল পাঠান এ ডিফেন্ডার।

দ্বিতীয়ার্ধের শুরুতে প্রতিপক্ষ ডিফেন্ডারের চ্যালেঞ্জে আঘাত পাওয়া মার্সিয়ালকে ৫৯তম মিনিটে তুলে নিয়ে এমবাপেকে মাঠে নামান কোচ দেশম।

৬৯তম মিনিটে দেম্বেলের হেড ক্রসবারের ওপর দিয়ে পাঠান গোলরক্ষক আলেকজান্দার মোকিন। এর দুই মিনিট পর এমবাপের শট দারুণ দক্ষতায় ঠেকান তিনি।

৭৪তম মিনিটে এমবাপে প্রতিপক্ষের ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু স্পট কিকে গোল করতে পারেননি পিএসজি তারকা। তার শট নিজের বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক। যোগ করা সময়ে এমবাপের আরেকটি শট তিনি রুখে দিলে ব্যবধান আর বাড়েনি।

নিজেদের প্রথম ম্যাচে গত বুধবার ঘরের মাঠে ইউক্রেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল ফ্রান্স।

নিজেদের পরের ম্যাচে আগামী বুধবার বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে খেলবে চ্যাম্পিয়নরা।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর