শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিশেষ বিমানে ফিরবেন ভারতে আটকে পড়া বাংলাদেশিরা

বিশেষ বিমানে ফিরবেন ভারতে আটকে পড়া বাংলাদেশিরা

করোনাভাইরাস মহামারির মধ্যে বিভিন্ন কারণে যেসব বাংলাদেশি ভারতে আটকা পড়েছেন, তাদের বিশেষ ফ্লাইটে করে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করছে সরকার। এ বিষয়ে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন রোববার (২৯ মার্চ) বলেন, ‘করোনাভাইরাসের কারণে দেশে-বিদেশে অনেক বাংলাদেশি আটকা পড়েছেন। বিশেষ করে ভারতে অনেকেই আটকা পড়েছেন। তারা দেশে আসতে পারছেন না। তাদের কিভাবে ফিরিয়ে আনা যায়, সে বিষয়ে আমরা কাজ করছি। শিগগিরই তাদেরকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ অনেক দেশের নাগরিকরাও এখন বাংলাদেশে আটকা পড়েছেন। যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের আগামীকাল (৩০ মার্চ) বাংলাদেশ থেকে ফিরিয়ে নিয়ে যাবে। তবে যেসব নাগরিকদের তারা ফিরিয়ে নিচ্ছে, সেসব নাগরিকরা নিজ খরচেই ফিরছেন, মিশনগুলো শুধু ব্যবস্থা করে দিচ্ছে। আবার আটকে পড়ার জন্য অনেকেরই অর্থ শেষ হয়ে গেছে। এক্ষেত্রে অনেক দেশই তাদের নাগরিকদের এই শর্তে ফিরিয়ে নিচ্ছে যে তারা দেশে ফিরে গিয়ে বিমান খরচ দিয়ে দেবে।’

ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ক্ষেত্রে কী চিন্তা করছে সরকার— সে প্রসঙ্গে আবদুল মোমেন বলেন, ‘এ ক্ষেত্রে আমরা চিন্তা করছি যে ভারতে আটকে পড়া যেসব বাংলাদেশি নিজ খরচে ফিরতে রাজি আছেন, তাদের আমরা একটি বিশেষ বিমানে করে দেশে ফিরিয়ে আনব। এজন্য আমাদের যে হটলাইন নম্বর দেওয়া হয়েছে, সেখানে যোগাযোগ করতে হবে।’

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, ভারত থেকে যাদের ফিরিয়ে আনা হবে, তাদের প্রত্যেককে ১৪ দিনের জন্য বাধ্যতামূলকভাবে কোয়ারেনটাইনে থাকতে হবে।

এদিকে, নয়াদিল্লি হাইকমিশনের প্রেস মিনিস্টার ফরিদ হোসেন রোববার রাতে বলেন, ‘ভারতে আটকে পড়া বাংলাদেশিদের বিষয়ে আগামীকাল (সোমবার, ৩০ মার্চ) বৈঠক হবে।’

ভারতে বাংলাদেশ হাইকমিশনের হটলাইন নম্বরটি +৯১৮৫৯৫৫৫২৪৯৪। হটলাইন এই নম্বরটি ২৪ ঘণ্টা চালু রয়েছে। আটকে পড়া বাংলাদেশিরা এই নম্বরে যোগাযোগ করে নাম নিবন্ধন বা প্রয়োজনীয় সেবা চাইতে পারেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, গত ২১ মার্চ থেকে ভারতে আটকে পড়া বাংলাদেশিদের নাম-ঠিকানা নিবন্ধন করা হচ্ছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশটিতে আটকে পড়া বাংলাদেশির সংখ্যা প্রায় এক হাজার।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

শাহজাদপুরে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা
সিরাজগঞ্জে পুরোদমে চলছে কৃষিবান্ধব সোলার প্রকল্পের কাজ
সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বেলকুচিতে বিএসটিআই অনুমোদন না থাকায় টেক্সটাইল মিলকে জরিমানা
বেলকুচিতে পুষ্টি বিষয়ক সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ
এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির
গবেষণায় আরো জোর দিতে বললেন কৃষিমন্ত্রী
রংপুর ও ভোলার চরের মানুষদের সুখবর দিলেন পরিবেশমন্ত্রী
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক