শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিনোদন কেন্দ্রের পরিণত হচ্ছে সিরাজগঞ্জের কাটাখাল নদী

বিনোদন কেন্দ্রের পরিণত হচ্ছে সিরাজগঞ্জের কাটাখাল নদী

মেরামতের সময়ে কাটাখাল নদী

আবর্জনার ভাগার থেকে মুক্ত হচ্ছে সিরাজগঞ্জ শহরের বুক চিরে বের হয়ে যাওয়া কাটাখাল নদীটি। গত বছরের নভেম্বর মাস থেকে নদীটির সংস্কার ও দুপাড়ের সৌন্দর্য্যবর্ধন কাজ শুরু করেছে সিরাজগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ। স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না ও পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তার প্রতিশ্রুতি অনুযায়ী এগিয়ে চলছে প্রকল্পটির কাজ। 

 

পৌরসভার নির্বাহী প্রকৌশল কার্যালয় সূত্রে জানায়, “সিরাজগঞ্জ পৌরসভা কাটাখাল উন্নয়ন ও সৌন্দর্য বর্ধণ” প্রকল্পের আওতায় শহরের রায়পুর থেকে আলিয়া মাদ্রাসা  ও বাহিরগোলা হয়ে ফুলজোড় নদী পর্যন্ত ৮ কিলোমিটার কাটাখাল পূণ:খনন, দু-পাড়ে ২ কিলোমিটার স্লোব প্রটেকশন, তিন কিলোমিটার ওয়াক ওয়ে নির্মাণ, চারটি ব্রিজ স্থাপন, ব্রীজের এ্যাপ্রোচ সড়ক তৈরি, আরসিসি ড্রেন নির্মাণ, ৪টি ঘাটলা সিঁড়ি নির্মাণ, ৪ কিলোমিটার এলাকাজুড়ে সড়কবাতি স্থাপন এবং দৃষ্টিনন্দন ফুলের বাগান নির্মাণ করা হবে। এছাড়াও বিভিন্ন স্থানে পর্যটকদের বসার স্থান ও ছাতা স্থাপন করা হবে। দুই বছর মেয়াদী এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৩ কোটি ৫৩ লাখ টাকা। এ প্রকল্পটি বাস্তবায়িত হলে আবর্জনার ভাগার হিসেবে খ্যাত কাটাখাল নদী হবে শহরের মানুষের বিনোদনের প্রাণকেন্দ্র। 

 

সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির আহবায়ক ডা. জহুরুল হক রাজা জানান, ১৮ শতকের শেষদিকে নৌপথে পণ্য পরিবহণের জন্য যমুনা নদী থেকে একটি খাল খনন করে সিরাজগঞ্জ শহরের ভেতর দিয়ে ইছামতি নদীতে প্রবেশ করানো হয়। পরবর্তীতে যেটি কাটাখাল নামে পরিচিত হয়। এ কাটাখালটিকে ঘিরে সিরাজগঞ্জের ব্যবসা-বানিজ্যের প্রসার ঘটে। কিন্তু কালের ক্রমে ক্রমে অবৈধ দখলদারদের দখলে চলে যায় খালটির অধিকাংশ এলাকা। পাশাপাশি আবর্জনা ফেলার ভাগারে পরিণত হয় এটি। খালটি সংস্কার করে উপযোগী করে গড়ে তুলতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছে সিরাজগঞ্জ শহরবাসী। 

 

সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্ত বলেন, শহরবাসীকে দেয়া প্রথম ও প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল কাটাখাল সংস্কার ও এর সৌন্দর্য বর্ধণ করা। প্রতিশ্রুতি অনুযায়ী প্রকল্পটির কাজ শুরু হয়েছে। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হবে। এটি সম্পন্ন হলে শহরবাসীর দীর্ঘদিনের স্বপ্নপূরণ হবে। 

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
ঈদের দিন ৩ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই