বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিএনপি ক্ষমতায় এলে দেশে রোজ কেয়ামত হবে, মঈন ইউ আহমেদ

বিএনপি ক্ষমতায় এলে দেশে রোজ কেয়ামত হবে, মঈন ইউ আহমেদ

ফাইল ছবি

বিএনপি ক্ষমতায় এলে দেশে রোজ কেয়ামত হবে। একদিনেই অন্তত ১০ হাজার মানুষকে হত্যা করা হবে। চাকরি হারাবে হাজার হাজার সামরিক, বেসামরিক কর্মকর্তা, কর্মচারি।’ এমন মন্তব্য করেছেন সাবেক সেনাপ্রধান মঈন উদ্দিন আহমেদ। বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন সাবেক এই সেনা কর্মকর্তা। জেনারেল মঈন ওয়ান ইলেভেনের অন্যতম কুশীলব।

মূলত: তাঁর নেতৃত্বেই ২০০৭ সালে একটি অনির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করে। ২০০৮ এর নির্বাচনের পরও কিছুদিন তিনি আওয়ামী লীগ সরকারের অধীনে সেনা প্রধানের দায়িত্ব পালন করেন। অবসর গ্রহণের পর ২০০৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। এখন সেখানেই নিভৃত জীবন যাপন করছেন সাবেক এই সেনাপ্রধান। ২০১০ সালে তাঁর ক্যানসার ধরা পড়ে। অসুস্থ হবার পর তাঁর প্রকাশ্যে চলাফেলা অনেক কমে গেছে।

কয়েকজন বাঙালির আমন্ত্রণে একটি নৈশভোজে অংশগ্রহণ করেন তিনি। এতে আওয়ামী লীগ এবং বিএনপির স্থানীয় কয়েকজন নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। ঘরোয়া আলাপচারিতায় জেনারেল মঈন বাংলাদেশের আসন্ন নির্বাচন এবং রাজনৈতিক গতি প্রকৃতি নিয়ে খোলামেলা মন্তব্য করেন।

জেনারেল মঈন মনে করেন, ‘উন্নয়ন, অগ্রগতি এবং গণতন্ত্রের জন্য আওয়ামী লীগের আরেকবার ক্ষমতায় আসা উচিত।’

স্থানীয় বাঙালিদের তিনি বলেছেন, ‘তাহলে দেশে একটি স্থিতি আসবে। তাঁর মতে, ‘বাংলাদেশ একটি পরিকল্পনা গ্রহণ করে তাঁর বাস্তবায়নের জন্য ৫ বছর যথেষ্ট সময় নয়।’ বার বার ক্ষমতার পালাবদল উন্নয়নের ধারাবাহিকতাকে বাধাগ্রস্ত করে বলেও জেনারেল মঈন মনে করেন।

তাঁর মতে, এই মুহূর্তে বিএনপি ক্ষমতায় যেয়ে কী করবে তার কোনো সুনির্দিষ্ট রূপরেখা নেই। বেগম জিয়া এবং তাঁর ছেলে এখন প্রচণ্ড প্রতিহিংসা ও আবেগ প্রবণ হয়ে আছেন। এই মুহূর্তে বিএনপি ক্ষমতায় এলে দেশের জন্য তা বিপজ্জনক হতে পারে বলে তিনি মন্তব্য করেন। ২০০৭ সাল থেকে নিয়ে বিএনপি যদি প্রতিশোধ গ্রহণ শুরু করে তাহলে দেশে অরাজকতা দেখা দেবে।

জেনারেল মঈন মনে করেন, একটা দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলে দুর্নীতিও কমে। কারণ তাদের পেট ভরে গেছে। আর বিএনপির এখন দশ বছরের ক্ষুধা। এখন ক্ষমতায় এলে বিএনপি ২০০১ এর চেয়ে ভয়ংকর দুর্নীতিতে জড়িয়ে পড়বে।

জেনারেল মঈন অবশ্য মনে করেন, আওয়ামী লীগ তাঁর জনপ্রিয়তা হারিয়েছে। এর প্রধান কারণ তাঁর মতে জনগণের মানসিকতা। বাংলাদেশের জনগণ সবসময় ক্ষমতাসীনদের অপছন্দ করে। সবসময় পরিবর্তন চায়। ভালো-মন্দ বিবেচনার চেয়ে বাংলাদেশের রাজনীতিতে আবেগ বেশি কাজ করে বলেও তিনি মন্তব্য করেন।

সূত্র: বাংলা ইনসাইডার

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

শাহজাদপুরে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা
সিরাজগঞ্জে পুরোদমে চলছে কৃষিবান্ধব সোলার প্রকল্পের কাজ
সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বেলকুচিতে বিএসটিআই অনুমোদন না থাকায় টেক্সটাইল মিলকে জরিমানা
বেলকুচিতে পুষ্টি বিষয়ক সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ
এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির
গবেষণায় আরো জোর দিতে বললেন কৃষিমন্ত্রী
রংপুর ও ভোলার চরের মানুষদের সুখবর দিলেন পরিবেশমন্ত্রী
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক