বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাড়ি ফিরতে কোয়ারেন্টাইনে হাজিরা

বাড়ি ফিরতে কোয়ারেন্টাইনে হাজিরা

প্রাণঘাতী বৈশ্বিক মহামারি করোনার প্রাদুর্ভাবের এ সময়ে সফলভাবে সম্পন্ন হলো এবারের হজ। হজে অংশগ্রহণকারী কোনো হাজিই মহামারি করোনায় আক্রান্ত হয়নি। পূর্ব ঘোষিত নিয়ম অনুযায়ী হজে অংশগ্রহণকারীদের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইন শুরু হয়েছে। কোয়ারেন্টাইন শেষে ঘরে ফিরবে হাজিরা। ঘরে ফেরার আগে ১৪ দিনের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হজ কর্তৃপক্ষ প্রত্যেক হাজির হাতে ইলেক্ট্রনিক্স ট্যাগ 'ব্রেসলেট' পরিয়ে দিয়েছেন। খবর আরব নিউজ।

হাজিদের পর্যবেক্ষণের সুবিধার্থেই এ ব্রেসলেট (ইলেক্ট্রনিক ট্যাগ) তৈরি করা হয়েছে। ব্রেসলেটের পাশাপাশি হাজিদের পর্যবেক্ষণ ও স্বাস্থ্যগত তথ্য সংরক্ষণে 'তাতাম্মান' নামক অ্যাপও ব্যবহার করা হচ্ছে।

এ বছর হজ শুরু হওয়ার সময়ই এ ইলেক্ট্রনিক ট্যাগ (ব্রেসলেট) হাজিদের হাতে পরিয়ে দেয়া হয়েছিল। সে সময় থেকে প্রত্যেক হাজিকেই আলাদা আলাদা স্থানে রাখার ব্যবস্থা করা হয়। হাজিদের নিবিড় পর্যবেক্ষণ, কেউ এক সঙ্গে চলাফেরা করছে কিনা তাও পর্যবেক্ষণ করা হয়েছে এ প্রযুক্তিতে। ব্রেসলেট প্রযুক্তি ব্যবহারের উদ্দেশ্য ছিল প্রত্যেক হাজিকে কোভিড-১৯ এর ঝুঁকি থেকে নিরাপদ রাখা।

সর্বোচ্চ সতর্কতার মধ্য দিয়ে এবারের হজ অনুষ্ঠিত হয়েছে। হজের প্রয়োজনীয় জিনিসপত্র জীবাণুমুক্ত করেই সরবরাহ করেছে হজ কর্তৃপক্ষ। ঝুঁকিমুক্তভাবে করোনা আক্রান্ত ছাড়াই যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হয়েছে হজ ২০২০।

উল্লেখ্য, সৌদি আরবে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৮০ হাজার ৯৩ জন। সুস্থ হয়েছে ২ লাখ ৪২ হাজার ৫৩ জন। ৩৫ হাজার ৯১ জন রোগী করোনায় আক্রান্ত রয়েছে। সর্বমোট করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ৯৪৯জন। মোট পিসিআর পরীক্ষা করা হয়েছে ৩৪ লাখ ৭০ হাজার।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর