শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রেসিডেন্ট হিসেবে যোগ্য নন ট্রাম্প: জন বোল্টন

প্রেসিডেন্ট হিসেবে যোগ্য নন ট্রাম্প: জন বোল্টন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য ডোনাল্ড ট্রাম্প যোগ্য নন বলে দাবি করেছেন তার সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। তার দাবি, রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত কোনো নীতি-নির্দেশিকা ট্রাম্পের নেই।

বৃহস্পতিবার হোয়াইট হাউজ নিয়ে নিজের লেখা বইয়ের প্রচার অনুষ্ঠানে গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে এ কথা বলেন তিনি।

বোল্টন বলেন, বর্তমান মার্কিন প্রেসিডেন্টের কাজ করার ক্ষমতা সম্পর্কে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। তার অভিযোগ, পুনর্নির্বাচিত হওয়ার জন্য চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সাহায্য চাইতেও দ্বিধা বোধ করেননি ট্রাম্প। এর আগেও বুধবার ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কটাক্ষ করেন বোল্টন।

হোয়াইট হাউসের দায়িত্ব পালনের সময়কার নানা ঘটনাবলি নিয়ে বোল্টন বই প্রকাশ করতে যাওয়ায় নিজের গোপনীয়তা ফাঁসের ভয়ে চরম আতঙ্কে রয়েছেন ট্রাম্প। বিশেষ করে সামনে প্রেসিডেন্ট নির্বাচন থাকায় এ ব্যাপারটি নিয়ে বেশি শঙ্কিত তিনি। আর তাই তিনি বইটির প্রকাশ ঠেকাতে উঠেপড়ে লেগেছেন। এমনকি শরনাপন্ন হয়েছেন আদালতেরও।

এদিকে আনুষ্ঠানিক ভাবে বই প্রকাশের আগেই তার কিছু নির্বাচিত অংশ ছেপে দিয়েছে মার্কিন মিডিয়া। সেখানেই দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পথ সুগম করতে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের কাছে ট্রাম্পের সাহায্য চাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

দ্য রুম হোয়ার ইট হ্যাপেনড শিরোনামে ৫৭৭ পৃষ্ঠার বইটি আগামী ২৩ জুন আনুষ্ঠানিক ভাবে প্রকাশের কথা রয়েছে। তবে তার আগেই বইটির প্রকাশ আটকানোর চেষ্টা হিসেবে বুধবার রাতে এক বিচারকের কাছে জরুরি আদেশ চেয়েছে ট্রাম্প প্রশাসন।

এ সম্পর্কে ট্রাম্প বলছেন, প্রেসিডেন্টের গোপনীয়তা ফাঁস করলে আইনি সমস্যায় পড়তে পারেন বোল্টন।

২০১৮ সালের এপ্রিলে ট্রাম্প বোল্টনকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ করেছিলেন। কিন্তু, প্রেসিডেন্টের সঙ্গে মতপার্থক্যের জেরে পরের বছর সেপ্টেম্বরেই তাকে বিদায় নিতে হয়।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর