শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পরকীয়া প্রেমের জের ধরে ট্যাবলেট সেবন করে প্রেমিকের আত্নহত্যা

পরকীয়া প্রেমের জের ধরে ট্যাবলেট সেবন করে প্রেমিকের আত্নহত্যা

পরকীয়া প্রেম ও মান-অভিমানের জেরে গ্যাস ট্যাবলেট সেবন করে সিরাজগঞ্জে এক প্রেমিক যুগল আত্মহত্যা করেছে। বুধবার (১৯ আগস্ট) রাতে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ মুক্তি খাতুন (২৮) নামে প্রেমিকার মরদেহ উদ্ধার করেছে।

অপরদিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে প্রেমিক ইসমাইল হোসেনের।

নিহত মুক্তি খাতুন রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার নলকা ইউনিয়নের পূর্ব ফরিদপুর গ্রামের সেনা সদস্য সার্জেন্ট মাসুদ রানার স্ত্রী। তিনি সিরাজগঞ্জ শহরের সমাজ কল্যাণ মোড়ে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। নিহত প্রেমিক ইসমাইল একই উপজেলার সলঙ্গগা থানার ঘুড়কা ইউনিয়নের বাসুদেবকোল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

সার্জেন্ট মাসুদ রানা বলেন, ইসমাইলের সঙ্গে তার স্ত্রী মুক্তি ধর্ম ভাই-বোন সম্পর্ক পেতেছিলেন। সেটি একপর্যায়ে সবার অজান্তে পরকীয়ায় রূপ নেয়। মঙ্গলবার তারা দুজনেই গভীর রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকে। রাত ১২টার দিকে মুক্তি বাড়ি এসেই বমি শুরু করে এবং জানায় সে গ্যাস ট্যাবলেট সেবন করেছে।

তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে। বগুড়ায় নেওয়ার পথে জানতে পারি ইসমাইলও গ্যাস ট্যাবলেট সেবন করেছে। পরে তাকে রায়গঞ্জের ষোলমাইল এলাকা থেকে অ্যাম্বুলেন্সে তোলা হয়। যাওয়ার পথেই মুক্তি মারা যায় এবং বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ইসমাইল।

সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা বলেন, রাতে অ্যাম্বুলেন্সে করে মুক্তির মরদেহ নিয়ে থানায় হাজির হন তার স্বামী সার্জেন্ট মাসুদ রানা। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

ঘুড়কা ইউনিয়ন পরিষদেরর চেয়ারম্যান আলহাজ্ব জিল্লুর রহমান সরকার বলেন, বাসুদেবকোল গ্রামের ইসমাইল নামে এক যুবক গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছে। বগুড়ায় ময়নাতদন্ত শেষে তার মরদেহ গ্রামে এনে দাফন করা হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

শাহজাদপুরে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা
সিরাজগঞ্জে পুরোদমে চলছে কৃষিবান্ধব সোলার প্রকল্পের কাজ
সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বেলকুচিতে বিএসটিআই অনুমোদন না থাকায় টেক্সটাইল মিলকে জরিমানা
বেলকুচিতে পুষ্টি বিষয়ক সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ
এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির
গবেষণায় আরো জোর দিতে বললেন কৃষিমন্ত্রী
রংপুর ও ভোলার চরের মানুষদের সুখবর দিলেন পরিবেশমন্ত্রী
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক