শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দেখতে কেমন বাংলাদেশের ‘মদিনা মসজিদ’

দেখতে কেমন বাংলাদেশের ‘মদিনা মসজিদ’

মদিনা মসজিদ। এটি ময়মনসিংহ জেলার চর সিরতা ইউনিয়নের চরখরিচা গ্রামে নির্মিত হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এক অনন্য সংযোজন এ মসজিদ। দেখতে মদিনার মসজিদে নববির মতো এর মিনার ও অবকাঠামো। যা দেখলে মনে হবে এ যেন মসজিদে নববির অবিকল আরেকটি মসজিদ। মসজিদটি অনন্য সংযোজন বৈদ্যুতিক গম্বুজ।

মসজিদটি দেখতেও দৃষ্টিনন্দন। দাওয়াতুল হক বাংলাদেশের আমীর, মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান দৃষ্টিনন্দন মসজিদটি নিজ উদ্যোগে নিজ বাড়িতে গড়ে তোলেন। ২০১১ সালে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়। মসজিদটির নির্মাণ কাজ পুরোপুরি সম্পন্ন হওয়ার আগেই ২০১৭ সালের ৩ মার্চ জুমআ আদায়ের মাধ্যমে উদ্বোধন করা হয়।

ময়মনসিংহ জেলার চরখরিচা গ্রামে নির্মিত ‘মদিনা মসজিদ’-এর আকর্ষণ হলো- এটি দেখতে মসজিদে নববির মতো। এর মিনাগুলোও দেখতে মসজিদে নববির সুউচ্চ মিনারের মতো কারুকাজ করা। মসজিদটির অন্যতম  বিশেষত্ব হচ্ছে- বৈদ্যুতিক গম্বুজ সংযোজন। সুইচ অন করলেই সরে যাবে মসজিদটির গম্বুজ। আর মসজিদের ভেতর থেকেই দেখা যাবে পুরো আকাশ। 

এক নজরে মসজিদটির তথ্য

> মসজিদের নাম ‘মদিনা মসজিদ’

> অবস্থান- ময়মনসিংহ জেলা চর সিরতা ইউনিয়নের চরখরিচা গ্রামের সবুজ ছায়াঘেরা পরিবেশে অবস্থিত।

> মসজিদটি ৪ তলা বিশিষ্ট। প্রতি তলায় কাতার সংখ্যা ১৯টি।

> প্রতি কাতারে ১১০ জন মুসল্লির দাঁড়াতে পারবে।

> মসজিদটি মোট ৫টি গম্বুজ রয়েছে। চারটি স্থির এবং একটি বৈদ্যুতিক গম্বুজ।

> সুউচ্চ ২টি মিনার। ৪ তলার উপর থেকে মিনারের উচ্চতা ১৬০ ফিট।

> মসজিদটি মারকেল পাথর আর মিয়ানমার থেকে নিয়ে আসা কাঠের কারুকাজে সুসজ্জিত।

> মসজিদে উঠার জন্য একটি (স্কেলেটর) চলন্ত সিঁড়ির ব্যবস্থাপনাসহ রয়েছে মোট ৫টি সিঁড়ি।

> মুসল্লীদের প্রবেশ ও বাহির হওয়ার জন্য রয়েছে ছোট-বড় ৫টি দরজা।

> দৃষ্টিনন্দন দেখতে মদিনার মসজিদের নববির মতো অত্যাধুনিক এ মসজিদ নির্মাণে ব্যয় হয় প্রায় দুই শত কোটি টাকা।

বাংলাদেশে নির্মিত মদিনা মসজিদ দেখে জেগে উঠবে মদিনার মসজিদে নববির প্রতি ভালোবাসা আর নবি প্রেমিক মুসল্লিদের হৃদয় ও মনে লাভ করবে অন্যরকম এক তৃপ্তি।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
ঈদের দিন ৩ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই