শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

`দীপবীর`-এর বিয়ে, গোলাপে মুড়ে ফেলা হচ্ছে বিছানা!

`দীপবীর`-এর বিয়ে, গোলাপে মুড়ে ফেলা হচ্ছে বিছানা!

হাতে আর দু'দিন। ১৪ ও ১৫ নভেম্বর রণবীরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন দীপিকা। শনিবারই ইতালির উদ্দেশ্যে রওনা দেন দীপবীর। যাওয়ার আগে মুম্বই বিমানবন্দরে পাপারাৎজির উপলক্ষে পোজও দেন দুজনে। ইতিমধ্যেই 'দীপবীর'-এর বিয়ে উপলক্ষে সেজে উঠছে ইতালির লেক কোমোর ভিলা দেল বলবিয়ানেলো।

তবে 'দীপবীর'-এর পৌঁছনোর আগেই ইতালিতে পৌঁছে গেছেন দীপিকার ম্যানেজার করিশ্মা প্রকাশ, হেয়ারস্টাইলিস্ট অমিত ঠাকুর সহ আরও বেশকয়েকজন। করিশ্মা প্রকাশ ইতিমধ্যে তিনি লেক কোমোর যে হোটেলে গিয়ে উঠেছেন, সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছে। পাশাপাশি লেক কোমোর যাত্রাপথের ছবি ইনস্টাগ্রামে দিয়েছেন।

দীপবীরের ইতালির বিয়ের অনুষ্ঠান তিন দিনের অনুষ্ঠান, ১৩ নভেম্বর রয়েছে দীপিকা-রণবীরের সঙ্গীত সেরিমনি, ১৪ নভেম্বর রয়েছে কন্নড় রীতিতে বিয়ে আর ১৫ নভেম্বর সিন্ধি পাঞ্জাবি মতে বিয়ে। এই অনুষ্ঠানের পরদিনই দেশে ফিরে আসার কথা রয়েছেন সিং ও পাড়ুকোন পরিবারের। ইতিমধ্যে জোর কদমে সেজে উঠছে লেক কোমোর ভিলা বলবিয়ানেলো। সোশ্যাল সাইটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে গোলাপে মুড়ে ফেলা হয়েছে 'দীপবীর'-বিছানা সহ গোটা ঘর, সাজিয়ে তোলা হচ্ছে বাতি দিয়ে।

প্রসঙ্গত, দীপবীরের বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারে সদস্যরা ছাড়া বলিউডের দুই তারকার ঘনিষ্ঠ কিছু ব্যক্তিত্বের উপস্থিত থাকার কথা রয়েছে। এই তালিকায় রয়েছেন, সঞ্জয়লীলা বনশালি, শাহরুখ খান, অর্জুন কাপুরের মতো তারকারা।

সূত্র: জিবাংলা২৪

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

শাহজাদপুরে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা
সিরাজগঞ্জে পুরোদমে চলছে কৃষিবান্ধব সোলার প্রকল্পের কাজ
সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বেলকুচিতে বিএসটিআই অনুমোদন না থাকায় টেক্সটাইল মিলকে জরিমানা
বেলকুচিতে পুষ্টি বিষয়ক সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ
এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির
গবেষণায় আরো জোর দিতে বললেন কৃষিমন্ত্রী
রংপুর ও ভোলার চরের মানুষদের সুখবর দিলেন পরিবেশমন্ত্রী
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক