শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তাড়াশে বিনাচাষে রসুনের আশাতীত ফলন

তাড়াশে বিনাচাষে রসুনের আশাতীত ফলন

সিরাজগঞ্জের তাড়াশে চলতি বছর বিনাচাষে রসুনের আশাতীত ফলন হয়েছে। কৃষকেরা এখন নতুন রসুন তুলতে ব্যস্ত সময় পার করছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা যায়, দিনে দিনে চলনবিলাঞ্চলে বিনাচাষে কৃষকদের কাছে রসুন চাষ জনপ্রিয় হয়ে উঠছে। খরচ কম, ফলন বেশী ও লাভের পরিমান ও বেশী তাই তারা রসুন চাষে ঝুকে পড়েছেন। এ বছর চলনবিল এলাকা প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে রসুন আবাদ হয়েছে। 

তাড়াশ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লুৎফুন্নাহার লুনা জানান, তাড়াশ উপজেলায় চলতি বছরে ৫শত হেক্টর জমিতে রসুনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল কিন্ত ৫শত ৭২ হেক্টর জমিতে উৎপাদিত হয়েছে যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশী অর্জিত হয়েছে। 

উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর গ্রামের কৃষক ইমান আলী বলেন, প্রতিবছর রসুনের আবাদ করে এ অঞ্চলের কৃষকেরা অনেক লাভবান হয়। এ বছর ফলন হয়েছে বাম্পার কিন্ত দাম কম হওয়ায় সবাই পড়েছেন দু:চিন্তায়। তিনি এ বছর ৫ বিঘা জমিতে রসুনের আবাদ করেছেন। প্রতি বিঘা জমিতে সার, কীটনাশক ও শ্রমিক মজুরী দিয়ে খরচ হয়েছে প্রায় ৫০ হাজার করে। আর বিঘা প্রতি রসুন হয়েছে ৩০/৩৫ মণ হারে। হাটে বিক্রি করেছেন প্রতিমণ ৫শত থেকে ৬শত ৫০ টাকা করে। 

উপজেলার নওগাঁ ইউনিয়নের মহিষলুটি গ্রামের কৃষক নজরুল ইসলাম জানান, গত বছর কৃষকেরা প্রতিবিঘায় ৩৫-৪০ মন করে রসুনের ফলন পেয়েছিলেন। তা বাজারে বিক্রী করেছেন প্রতিমন ৩হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকা পর্যন্ত। এ বছরও রসুনের বাম্পার ফলন হয়েছে। 

তাড়াশ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লুৎফুন্নাহার লুনা জানান, তাড়াশ উপজেলায় এ বছর রসুনের ফলন হয়েছে অনেক ভালো হয়েছে। বাজার মুল্যে বেশি। আশার করছি আরো দাম বাড়বে। কৃষকদের রসুন আবাদের সব সময় পরামর্শ দেয়া হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
ঈদের দিন ৩ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই