বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তাদের নিয়ে ভাবার সময় নেই: অপু

তাদের নিয়ে ভাবার সময় নেই: অপু

করোনাভাইরাস সংক্রমণের কারণে সারা দুনিয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটছে। বিশ্বজুড়ে নেমে এসেছে বিপর্যয়। বাংলাদেশে এই বিপর্যয়ে খেটে খাওয়া দিনমজুর মানুষা পড়েছে বেশি হুমকিতে। এমন অবস্থায় অনেক তারকাই অসহায় মানুষদের সাহায্যে এগিয়ে এসেছে। 

এ তালিকায় রয়েছন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তার এমন উদ্যোগকে অনেকেই প্রশংসা করেছেন। আবার কিছু লোক সমালোচনাও করেছেন। অনেকেই  বলেছে, লোক দেখানোর জন্য ফেসবুক লাইভে গিয়ে নিজেদের ত্রাণ বিতরণের কথা জানিয়েছেন। 

এ নিয়ে অপু বিশ্বাস বলেন, দায়বোধ থেকে মানুষের পাশে দাঁড়িয়েছি। আমাকে দেখে উৎসাহিত হয়ে অনেক তারকারাও মানুষের পাশে দাঁড়াচ্ছেন। যারা সমালোচনা করছেন তাদের মানসিকতার সমস্যা আছে। তারা অন্যের পাশে দাঁড়াতে পারে না। অন্য কেউ কিছু করলে সেটাতে বিব্রত হয়। তাদের নিয়ে ভাবার সময় নেই।

অপু বিশ্বাস আরো বলেন, যে মানুষগুলো দিনে এনে দিনে খায় তাদের জন্য এখন দুর্ভিক্ষের সময়। আমরা যারা ভালো আছি তারা যদি দায়িত্ব না নেই এইসব মানুষেরা কীভাবে বেঁচে থাকবে। তাই আমার মন বলছিলো কিছু একটা করা দরকার। অবশেষে সাধ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করেছি। সবাইকে সচেতন থাকার পরামর্শও দিয়েছি।

অপু বিশ্বাস অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ- ২' নামের সিনেমা। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ ছবিতে অপুর বিপরীতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী। ছবিটির মাধ্যমে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন তারা।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর