বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টেস্টে মুশফিকের সেঞ্চুরি দেড় বছর পর

টেস্টে মুশফিকের সেঞ্চুরি দেড় বছর পর

৭৬তম ওভারের প্রথম বল। ব্রেন্ডন মাভুতার করা বলটি মিডউইকেটে ঠেলে দিয়ে মুমিনুল হকের সঙ্গে দ্রুত প্রান্ত বদল করেন মুশফিকুর রহিম। এই সিঙ্গেলের মধ্য দিয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন ডানহাতি এই ব্যাটসম্যান। টেস্ট ক্যারিয়ারে এটা মুশফিকের ষষ্ঠ সেঞ্চুরি।

১৮৭ বলে ৮ চারে সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিক। সাদা পোশাকে এই সেঞ্চুরির দেখা পেতে তাকে অপেক্ষা করতে হয়েছে ২২ ইনিংস। সময়ের হিসাবে প্রায় দেড় বছর পর সেঞ্চুরির দেখা পেলেন মুশফিক। 

২০১৭ সালের ফেব্রুয়ারিতে হায়দরাবাদে ভারতের বিপক্ষে সবশেষ তিন অঙ্কের রান ছুঁয়েছিলেন সাবেক এই টেস্ট অধিনায়ক। সেবার তার ব্যাট থেকে এসেছিল ১২৭ রান। 

পরবর্তী ২২ ইনিংসে মুশফিকের ব্যাট থেকে এসেছে চারটি হাফ সেঞ্চুরি। এর মধ্যে ৮০ কিংবা তদূর্ধ্ব রানের ইনিংসও রয়েছে দুটি।

চলতি বছরের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে মাত্র ৮ রানের জন্য তিন অঙ্ক স্পর্শ করা হয়নি। এ ছাড়াও ভারতের বিপক্ষে সেঞ্চুরি পূর্ণ করার পরের সিরিজেই শ্রীলঙ্কার মাটিতে ৮৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুশফিকের আগে সেঞ্চুরি পূর্ণ করেন মুমিনুল হক। বাঁহাতি এই ব্যাটসম্যান তুলে নেন টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি। ১৫০ বলে ১২ চারে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

মুশফিক-মুমিনুলের জোড়া সেঞ্চুরিতে ইতোমধ্যেই শুরুর বিপর্যয় কাটিয়ে উঠেছে বাংলাদেশ। এবার স্বাগতিকরা এগোচ্ছে বড় সংগ্রহের পথে।

৮৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৭৮ রান। মুশফিক ১০৯ ও মুমিনুল ১৪৮ রানে অপরাজিত আছেন।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর