বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জেএসসি পরীক্ষায় তৃতীয় দিন অনুপস্থিতি ১৫ হাজার,বহিষ্কার ২৩

জেএসসি পরীক্ষায় তৃতীয় দিন অনুপস্থিতি ১৫ হাজার,বহিষ্কার ২৩

সারাদেশে চলমান জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার তৃতীয় দিনে অনুষ্ঠিত হয়েছে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা। গত সোমবার (৫ নভেম্বর) সকালে অনুষ্ঠিত এ পরীক্ষায় মোট ১৫ হাজার ৭৫ পরীক্ষার্থী অনুস্থিত ছিল।

এ ছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে মোট ২৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানা গেছে।

বলা হয়েছে, জেএসসির তৃতীয় দিনে সাধারণ আট শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি ২য় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ঢাকা বোর্ডের মোট ৪৮৭টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৫৭ হাজার ২৮৭ জন। তবে পরীক্ষায় অংশ নেয় ৫১ হাজার ৭৬৫ জন। এ ছাড়া এ বিভাগ থেকে বহিষ্কার হয় সর্বোচ্চ ১৯ শিক্ষার্থী। অনুপস্থিতির হারও এ বিভাগে সর্বোচ্চ। মোট ৫ হাজার ৫২২ শিক্ষার্থী এ পরীক্ষায় অনুপস্থিত ছিল।

এ ছাড়া চট্টগ্রাম বোর্ডের ২২৪টি কেন্দ্রের ১৩ হাজার ৪৩৪ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১২ হাজার ১১ জন; রাজশাহী বোর্ডের ২৫৩টি কেন্দ্রের ৪ হাজার ৫১৬ পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৩ হাজার ৫৭৫ জন; বরিশাল বোর্ডের ১৭৪টি কেন্দ্রে মোট ২ হাজার ৫৩৮ শিক্ষার্থীর মধ্যে অংশ নেয় ২ হাজার ৪৬ জন; সিলেটের ১৩১টি কেন্দ্রের ৪ হাজার ১০৬ পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৩ হাজার ২৬০ জন; দিনাজপুরের ২৮৪টি কেন্দ্রের ৭ হাজার ৩৫৪ পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৫ হাজার ৭১৫ জন; কুমিল্লা বোর্ডের ২৯৯টি কেন্দ্রের ৫০ হাজার ৫৫১ পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৪৮ হাজার ১৭৫ জন। বহিষ্কার হয় ৩ শিক্ষার্থী। আর যশোর শিক্ষা বোর্ডের মোট ২৭০টি কেন্দ্রের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১২ হাজার ৮৯৬ শিক্ষার্থী। তবে শিক্ষা মন্ত্রণালয়ে তথ্য আসে ২৬৩টি কেন্দ্রের। এর মধ্যে ১১ হাজার ৬০ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। বহিষ্কার হয় এক পরীক্ষার্থী।

গত ১ নভেম্বর থেকে সারাদেশে একযোগে শুরু হয় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। মোট দুই হাজার ৯০৩টি কেন্দ্রে চলমান এ পরীক্ষা শেষ হবে আগামী ১৫ নভেম্বর।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর