বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

`জাতীয় নির্বাচনে কোন দল জয়ী হবে’ তা নিয়ে সংঘর্ষে আহত ১০!

`জাতীয় নির্বাচনে কোন দল জয়ী হবে’ তা নিয়ে সংঘর্ষে আহত ১০!

খুব বেশি দেরী নেই জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে প্রধান দুই দল বিএনপি এবং আওয়ামীলীগের মনোনয়ন বিক্রি প্রায় শেষ হয়ে গেছে। তবে এবারের নির্বাচনে বেশ কিছু নতুনত্বও দেখা যাচ্ছে। তবে এর মধ্যে বেশ কিছু অঘটনাও ঘটে চলেছে।

দুই মেম্বার প্রার্থীর সমর্থক দুই আপন ফুফাতো-মামাতো ভাইয়ে মধ্যে জাতীয় নির্বাচনে কোন দল জয়ী হবে এই নিয়ে তর্কাতর্কির এক পর্যায় হাতাহাতি হয় এবং বসতবাড়ীতে হামলা চালালে দুইপক্ষের ১০জন আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম গ্রামের মঠখোলা এলাকার ২নং ওয়ার্ডে পরাজিত মেম্বার ও বিজয়ী মেম্বার সমর্থকদের মধ্যে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মঠখোলা এলাকায় বাশঁতলা বাজারে সকালে জাতীয় নির্বাচন নিয়ে কথা বলছিল পরাজিত মেম্বার ও বিজয়ী মেম্বারে সমর্থক দুই আপন ফুফাতো ও মামাতো ভাই মজিবর ও সোহেল। কথা বলার একপর্যায় তাদের মধ্যে জাতীয় নির্বাচনে কে বিজয়ী হবে কথা নিয়ে হাতাহাতি হয় এরপর দুই মেম্বারের সমর্থকদের কয়েকজন আহত হয়।

এতে জুয়েল মেম্বারের ভাই সোহেল আহত হওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে লাঠিশোঠা নিয়ে পরাজিত মেম্বার সমর্থক মজিবর বাড়িতে হামলা চালিয়ে কয়েকটি বসত ঘরে কুপিয়ে ভাংচুর করে। এসময় যারা ফেরাতে এসেছিল এবং ঘটনা সামনে পড়েছিল তাদের মধ্যে দুই পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। এই নিয়ে এলাকায় আতংক বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি শান্ত করেছে।

এস আই জুবায়ের জানান, আমার ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি শান্ত করেছি। তবে ঘটনাটি ঐএলাকার আপন দুই মামাতা-ফুফাতো ভাইয়ের মধ্যে।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর