মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জনগণের দোরগোড়ায় সেবা পৌছে দিতে বাসগৃহ’র উদ্বোধন

জনগণের দোরগোড়ায় সেবা পৌছে দিতে বাসগৃহ’র উদ্বোধন

বর্তমান সরকারের প্রতিশ্রুতি ও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ডিজিটাল সোনার বাংলাদেশ গড়ার লক্ষে আমার গ্রাম আমার শহর, গ্রাম হবে শহর এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশে দৃর্যোগ ব্যবস্তাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক প্রকল্প বাস্তবায়নের লক্ষে জনগণের দোরগোড়ায সেবা পৌছে দিতে অক্লান্ত পরিশ্রম করছেন উপজেলা প্রশাসন।

মজিববর্ষ উপলক্ষে ২০১৯-২০অর্থবছরে গ্রামীন অবকাঠামো টিআর,কাবিটা’র কর্মসূচি প্রকল্প কাজ দ্রুত বাস্তবায়নের জন্য সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের আওতায় প্রত্যেক গ্রামে গ্রামে গিয়ে উপকারভোগিদের যাচাই-বাছাই পূর্বক উপকারভোগীর নামে নিজস্ব ৮০০বর্গ ফুট জমি পরিমাপ সরেজমিন পরিদর্শন শেষ করেন।

গতকাল শনিবার দুপুরে উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের কুরকী গ্রামে মুত হুরমুজ আলীর পুত্র মোঃ আবু তাহির মিয়ার বাড়িতে বাসগৃহ নির্মাণের শুভ উদ্বোধন করেন চৌহালী উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মজনু মিয়া, খাষপুখুরিয়া ইউনিয়ন আওমীলীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুম সিকদার প্রমুখ। এছাড়াও উদ্বোধনীতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চৌহালী উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ বলেন, মুজিববর্ষ উপলক্ষে জনগণের দোড়গোড়ায সেবা পৌছে দিতে সরকার দৃর্যোগ ব্যবস্তাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নের লক্ষে গ্রামীন অবকাঠামো টিআর,কাবিটা’র কর্মসূচির আওতায় ৩৬ টি বাসগৃহ নির্মান কাজ শুরু করা হয়েছে। প্রত্যেক ঘরের জন্য ২লক্ষ ৯৯ হাজার ৮’শ ৬০ টাকা বরাদ্দ রয়েছে তবে কোন প্রকার অনিয়ম দুর্নীতি করার চেষ্টা করলে অবশ্যই তাকে আইনের আওতায় আসতে হবে। এ প্রকল্পের কাজ সঠিক সময়ে বাস্তবায়ন করে বর্তমান সরকারের প্রতিশ্রুতি পুরনে জাতীর জনকের স্বপ্নের সোনার বাংলা গড়তে আমিও অংশীদার হতে চাই।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর