বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চৌহালীতে বাল্যবিবাহ,ইভটিজিং ও মাদক দ্রব্য প্রতিরোধে প্রশাসনের সভা

চৌহালীতে বাল্যবিবাহ,ইভটিজিং ও মাদক দ্রব্য প্রতিরোধে প্রশাসনের সভা

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকদ্রব্য প্রতিরোধে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন উপজেলা প্রশাসন।

মঙ্গলবার সন্ধ্যায় চৌহালী উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে সদস্য সচিব ইদ্রিস আলীর পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন৷

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফসানা ইয়াসমিন,থানা অফিসার ইনচার্জ মোল্লা মাসুদ পারভেজ,ওসি তদন্ত তছলিম উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মজনু মিয়া, আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ হজরত আলী মাস্টার, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারি শফিকুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মাই টিভি'র চৌহালী বেলকুচি প্রতিনিধি আব্দুল লতিফ, সহ-সভাপতি মূন্সী আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক আল ইমরান মনু, কোষাদক্ষ আজিজুল হাকিম, সদস্য ইমরান হোসেন আপন, আলমগীর হোসেন প্রমূখ৷ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন বলেন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সকল শ্রেণি পেশার লোকজন ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে রূখে দাড়াতে হবে ।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফসানা ইয়াসমিন বলেন, সমাজের কোথাও বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক সেবী বা ব্যবসায়ী দেখলে নিজে প্রতিরোধ করতে না পারলে প্রশাসনকে খবর দিবেন ৷ বস্তুনিষ্ট খবর প্রকাশের মাধ্যমে আপনারা সমাজ থেকে এসব সামাজিক ব্যধি দুর করতে পারেন। কোথাও বাল্যবিবাহ বা ইভটিজার দেখলে আমাকে ফোন দিলেই ব্যবস্থা নেয়া হবে ৷

তিনি আরোও বলেন, আগামী ১৪ অক্টোবর থেকে মা ইলিশ আহরণ, পরিবহন, বাজার জাত করন নিষিদ্ধ ৷ এ সময় কেউ মা ইলিশ নিধন, পরিবহণ, বাজার জাত করলে এক বছরের জেল অথবা উভয় দন্ডে দন্ডিত হতে পারে । থানা অফিসার ইনচার্জ মোল্লা মাসুদ পারভেজ বলেন, এ থানায় আমি নতুন এসেছি ৷ বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকের বিষয়ে কোনো ছাড় নয় সে যেই হোক না কেনো ৷ আপনারা গোপনে আমাকে জানাবেন ৷ পরিচয় গোপন রাখা হবে ৷ চৌহালীতে কোনো মাদক দ্রব্য চলবে না এতটুকু আশ্বাস আপনাদের দিতে পারি

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর