শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কামারখন্দের নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান,ভাইস-চেয়ারম্যানদের শপথ

কামারখন্দের নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান,ভাইস-চেয়ারম্যানদের শপথ

 

সিরাজগঞ্জের কামারখন্দের ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে রাজশাহী বিগাগীয় কমিশনার মোঃ নূর-উর-রহমান এই শপথ বাক্য পাঠ করান। নবনির্বাচিত চেয়ারম্যান হিসাবে স্বতন্ত্র প্রার্থী শহীদুল্লাহ সবুজ এবং পুরুষ ভাইস-চেয়ারম্যান হিসাবে সেলিম রেজা ও মহিলা ভাইস-চেয়ারম্যান হিসাবে সম্পা খাতুন এই শপথ গ্রহন করেন।

শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, পানিসম্পদ মন্ত্রনালয়ের সচিব কবির বিন আনোয়ার। তিনি তার বক্তব্যে বলেন, আমি সিরাজগঞ্জের এবং কামারখন্দের-ই সন্তান। কামারখন্দে কোনো খারাপ কাজ আমি মেনে নিবোনা। আপনারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন এখন আপনারা নিষ্ঠা ও দায়িত্বের সাথে আপনাদের দায়িত্ব পালন করবেন।

জনগনের জন্য কাজ করে যাবেন। কেও অপরাধ করলে সেই অপরাধী যদি নিজের ভাইও হয় তাকেও ক্ষমা করা যাবেনা। আপনারা প্রধানমন্ত্রী শেখহাসিনার স্বপ্ন পূরণে সততার সাথে কাজ করে যাবেন। মাদক ও বাল্যবিবাহ বন্ধ সহ সামাজিক নিরাপত্তার জন্য কাজ করারও আহবান জানান। তিনি বলেন আপনারা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে সহায়তা করবেন।

জনগনের সুখই যেন হয় আপনাদের সুখ। আপনাদের সকল কাজের জবাবদিহী করতে হবে উল্লেখ করে সর্বদা ভালো কাজের দিকনির্দেশনা দেন এবং সর্বদা সার্বিক ভাবে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান শপথ বাক্য পাঠদানকালে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আপনারা শপথ নিয়েছেন সততার সাথে জনগনের জন্য কাজ করে যবেন। আমি আশাকরি আপনারা সেই শপথ রাখবেন। এসময় তিনি নব-নির্বাচিতদের বলেন আপনাদের কোনো সমস্যা হলে জেলা প্রশাসককে জানাবেন। উনি আপনাদের সার্বিক সহযোগিতা করবেন। তাছাড়াও স্থানীয় সরকার অধিদপ্তর এবং আমার নিজের দিক থেকেও প্রয়োজনে সার্বিক সহযোগিতা থাকবে।

সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ এর সভাপতিত্বে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহ্মুদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সিরাজগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শফিকুল ইসলাম, পুলিশ সুপার টুটুল চক্রবর্ত্রী সহ অন্যান্য বক্তাগণ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদা, জেলা প্রানীসম্পদ কর্মকর্তা মো; আকতারুজ্জামান ভূঁইয়া, রায়গঞ্জের উপজেলা চেয়ারম্যান ইমরুল হোসেন তালুকদার ঈমন সহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

শাহজাদপুরে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা
সিরাজগঞ্জে পুরোদমে চলছে কৃষিবান্ধব সোলার প্রকল্পের কাজ
সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বেলকুচিতে বিএসটিআই অনুমোদন না থাকায় টেক্সটাইল মিলকে জরিমানা
বেলকুচিতে পুষ্টি বিষয়ক সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ
এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির
গবেষণায় আরো জোর দিতে বললেন কৃষিমন্ত্রী
রংপুর ও ভোলার চরের মানুষদের সুখবর দিলেন পরিবেশমন্ত্রী
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক