বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কাজিপুরের বিস্তৃত চরাঞ্চল শষ্যভান্ডারে পরিণত

কাজিপুরের বিস্তৃত চরাঞ্চল শষ্যভান্ডারে পরিণত

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলে বন্যায় প্রবাহিত পলিমাটিতে কৃষির ব্যাপক বিপ্লব ঘটিয়েছে চাষিরা। আধুনিক চাষাবাদ পদ্ধতি ব্যবহারে এসেছে আশা জাগানিয়া সাফল্য। যার প্রভাব পড়তে শুরু করছে চরাঞ্চলের অর্থনীতি ও জীবনযাত্রায়।

সম্প্রতি নদী তীররক্ষা প্রকল্পের সুবিধা এবং   বঙ্গবন্ধু সেতুর প্রভাবে যমুনা নদীর পানি প্রবাহ কমে যাওয়ায় বালুচর আবাদের আওতায় এসেছে।ক্রমেই বন্যায় পলিমাটি জমে উর্বর আবাদি জমিতে পরিণত হচ্ছে।

বিস্তীর্ণ বালুচরে রাসায়নিক সার ছাড়াই আবাদ হচ্ছে নানা প্রকারের ফসল। যে দিক চোখ যায় শুধু অবারিত সবুজের হাতছানি। কাজিপুরের শষ্যভান্ডার নামে খ্যাত চরাঞ্চলের ৬ টি ইউনিয়ন।

গম, কাউন, ভুট্টা, বাদাম, মিষ্টি আলু, তিল, তিসি, পেঁয়াজ-রসুন, লাউ, গাজর, মরিচ, হলুদ, শসা, সিম, কুমড়াসহ ধান এবং নানা প্রকারের শাক-সবজি চাষ হচ্ছে চরগিরিশ, মনসুর নগর, নাটোয়ার পাড়া,তেকানী, নিশ্চিতপুর খাসরাজবাড়ি ইউনিয়নে।

চরের বেলে দো-আঁশ মাটিতে ডাল জাতীয় ফসল মাসকালাই, মশুর, খেসারি ও ছোলার প্রচুর আবাদ হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেজাউল করিম জানান, কাজিপুরে প্রতিবছর খাদ্য উদ্বৃত্ত থাকে, মোট আবাদি জমি ২৪ হাজার ৪ শত হেক্টর যার অধিকাংশই চরাঞ্চল। উঁচু নিচু ভেদে প্রতিবছর ৩ থেকে ৬ মাস চরভূমি পানিতে ডুবে থাকার কারনে পলিমাটি সমৃদ্ধ হয়, ফলে রাসায়নিক সার ছাড়াই সর্বোচ্চ ফলন পাওয়া যায়।

চরাঞ্চলের প্রতিটি কৃষকের বাড়িতে গোয়াল ঘরের চালায় লাউ, সিম, মিষ্টি কুমড়া সহ বিভিন্ন তরকারির গাছ অতিপরিচিত দৃশ্য।

ইরিগেশন সাপোর্ট প্রজেক্ট ফর এশিয়া অ্যান্ড নিয়ারইস্ট (ইসপান) প্রণীত এক রিপোর্ট থেকে জানা যায়, দেশের প্রধান পাঁচটি নদীতে চরের আয়তন প্রায় ১ হাজার ৭২২ দশমিক ৮৯ বর্গকিলোমিটার, যা দেশের মোট জমির ১  দশমিক ১৬ শতাংশ। ৯৮৭ দশমিক ৬০ বর্গকিলোমিটার চরভূমি রয়েছে উত্তরাঞ্চলের ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকায়।

চরে বাস করছে ৭ লাখ মানুষ। এর মধ্যে যমুনার চর এলাকায় প্রায় ৪ লাখ এবং শুধু কাজিপুর সিমানায় প্রায় পৌনে ২ লাখ। যমুনার বুকে জেগে ওঠা অসংখ্য ছোট-বড় চরে গড়ে উঠেছে জনবসতি। কৃষি ও পশুপালনই তাদের প্রধান পেশা।

কৃষি বিপ্লবের সাথে সাথে জীবন যাপন মানের উন্নতি দৃশ্যমান, ছন-বাশেঁর পরিবর্তে কৃষকের ঘরে ইট-বালু-সিমেন্ট এসেছে। কুপি-হারিকেনের জায়গা দখল করেছে আধুনিক সোলার সিস্টেম। অনেক কৃষক পরিবার সন্তানদের উচ্চ শিক্ষার খরচ বহন করে কৃষিকাজ করে।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর