শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কাজিপুরে ২টি প্রতিষ্ঠানে পুরস্কার বিতরণী ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

কাজিপুরে ২টি প্রতিষ্ঠানে পুরস্কার বিতরণী ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বুরুঙ্গী সরকারি প্রাথকি বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী, রাজশাহী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. মোয়াজ্জেম হোসেন, বিশিষ্ট্য ব্যবসায়ী আব্দুস ছালাম সিরাজী, হিলিং এইড হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক এর পরিচালক কাজিপুরের সন্তান ডাঃ ফেরদৌস আহম্মেদ আল আরিফ। এ সময় ডাঃ ফেরদৌস আহম্মেদের সহযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে ১৮ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি হিসাবে নগদ অর্থ অতিথিবৃন্দ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলহাজ¦ শাহ আলম মোল্লা, সমাজ সেবা অফিসার আলা উদ্দিন, প্রধান শিক্ষক হোসনে আরা পারভীন সহ ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। অপরদিকে প্রজারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রজারপাড়া শিক্ষা সহায়ক বন্ধু কল্যাণ ট্রাস্টের উদ্যোগে হিলিং এইড এন্ড ডায়াঃ লিঃ সহযোগিতায় মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন, রাজশাহী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. মোয়াজ্জেম হোসেন, বিশিষ্ট্য ব্যবসায়ী আব্দুস ছালাম সিরাজী (সেলিম), হিলিং এইড হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক লিঃ এর পরিচালক কাজিপুরের সন্তান ডাঃ ফেরদৌস আহম্মেদ আল আরিফ।

এছাড়াও বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম (দুদু মাস্টার), কাজিপুর ইউপি সদস্য জুয়েল রানা, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ঢাকা বিশ^বিদ্যালয়ের সহযোগি অধ্যাপক ড. মোঃ শহিদুল ইসলাম জাহিদ।

তিনিও কাজিপুরেরই সন্তান। তার নেতৃত্বে ও সভাপতিত্বে প্রজার পাড়া শিক্ষা সহায়ক কল্যাণ ট্রাস্টটি ০৪ বছর ধরে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে বৃত্তি হিসাবে নগদ অর্থ, সনদপত্র, শিক্ষা উপকরন বিতরণ করে যাচ্ছে। এসময় উপস্থিত সংগঠনের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মজনুসহ অন্যান্য সদস্যবৃন্দ, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এস,এম ফজলুল হকসহ অন্যান্য সদস্যবৃন্দ। পরে বিকালে এক মনোজ্ঞ সাংস্কৃতিক ও নাট্যানুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

শাহজাদপুরে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা
সিরাজগঞ্জে পুরোদমে চলছে কৃষিবান্ধব সোলার প্রকল্পের কাজ
সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বেলকুচিতে বিএসটিআই অনুমোদন না থাকায় টেক্সটাইল মিলকে জরিমানা
বেলকুচিতে পুষ্টি বিষয়ক সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ
এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির
গবেষণায় আরো জোর দিতে বললেন কৃষিমন্ত্রী
রংপুর ও ভোলার চরের মানুষদের সুখবর দিলেন পরিবেশমন্ত্রী
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক