বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাজিপুরে মোহাম্মাদ নাসিমের স্মরণে চালিতাডাঙ্গা আ.লীগ দোয়া মাহফিল

কাজিপুরে মোহাম্মাদ নাসিমের স্মরণে চালিতাডাঙ্গা আ.লীগ দোয়া মাহফিল

সিরাজগঞ্জের কাজিপুরে চালিতাডাঙ্গা ইউনিয়নের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও কৃষকলীগের আয়োজনে সদ্য প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বর্ষীয়ান নেতা মোহাম্মদ নাসিমের মাগফেরাত কামনায় মঙ্গলবার দুপুর ১২টায় চালিতাডাঙ্গা উচ্চ বিদ্যালয় হল রুমে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত ইউনিয়নের যুবলীগের সভাপতি লিটন তালুকদারের সভাপতিত্বে এবং অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল পাষার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এসময় মোহাম্মদ নাসিমের রাজনৈতিক জীবনের নানাদিক নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।

আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল, অত্র ইউনিয়নের চেয়ারম্যান মো: আতিকুর রহমান মুকুল, ছাত্রলীগের সভাপতি আবু সায়েম তালুকদার, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রঞ্জু তরফদার, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক শিশির বিশ্বাস, স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক এরশাদ আলী প্রমুখ।

এসময় বক্তারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। শোককে শক্তিতে পরিনত করে আগামীতে তার উত্তরসূরি প্রকৌশলী তানভীর শাকিল জয়ের নেতৃত্বে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মোনাজাতে অংশগ্রহন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মাদ বাবলু, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারন সম্পাদক আলী আসলাম, সাবেক সাধারন সম্পাদক জিয়াাউর রহমান স্বাধীন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আমিনুল ইসলাম, চালিতাডাঙ্গা মহিলা কলেজের অধ্যক্ষ আলহাজ্ব ফজলুল হক, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম, কাজিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন মাষ্টার।

উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আলমগীর হোসন, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক সরোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা মুকিত তালুকদার , আসাদুজ্জামান আসাদ, অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন আলম, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক মাষ্টার, উদগাড়ী কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ মাষ্টারসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ। মাওলানা জয়নাল আবেদীনের দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে মোহাম্মাদ নাসিমের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিলটি শেষ হয়।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর