শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাজিপুরে অবৈধ পশুর হাটে ইউএনও’র অভিযান

কাজিপুরে অবৈধ পশুর হাটে ইউএনও’র অভিযান

সিরাজগঞ্জের কাজিপুরে বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই অবৈধ পশুর হাট বসেছে পৌরসভার হেলিপ্যাডে। গত কয়েকদিন যাবৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ঘোরাঘুরি করেও হাট বসানোর অনুমতি পাননি পৌর কর্তৃপক্ষ।

সোমবার (২৭ জুলাই) সকাল থেকেই মাইকিং করে স্বাস্থ্য বিধির তোয়াক্কা না করে হাট বসিয়ে কেনা-বেচা শুরু করেছে ওই হাটে।

কাজিপুর পৌরসভার মেয়র হাজি নিজাম উদ্দিন জানান, “সরকারের নির্দেশনা মেনে আমি এবার হাট বসানোর অনুমতি পাইনি। যারা হাট বসিয়েছে তারা ঠিক করে নাই।” তিনি আরও জানান, বিষয়টি আমি ইউএনও ও কাজিপুর থানার ওসিকে জানিয়েছি। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই কাজিপুর পৌরসভার প্যানেল মেয়র তাছির উদ্দিন তাসু ও ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম মন্টুর নির্দেশে পশু বিক্রির হাট বসেছে বলে জানিয়েছেন। 

এ বিষয়ে কথা বলতে প্যানেল মেয়র তাসুর ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে। আর কাউন্সিলর নজরুল ইসলাম মন্টু জানান, “আমাদের হাট বসানোর অনুমতি আছে। ইউএনও স্যারকে বলেন। জনগণের ভালোর জন্যেই হাট বসানো হয়েছে।”

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী জানান, “গতকাল রাতেও প্যানেল মেয়র তাসু পশুর হাট বসাবে না মর্মে লিখিত দিয়েছেন। ওই হাটের কোন অনুমতি নেই। দুপুরে ওই হাটে কাজিপুর থানার অফিসার ইন চার্জ ও আমি গিয়ে রশিদ বই জব্দ করে নিয়ে এসেছি। আর যেহেতু লোকজন পশু নিয়ে হাটে চলে এসেছে তাই বিশৃংখলা এড়াতে হাট বন্ধ করা হয়নি। তবে মাইকে হাটুরেদের উদ্দেশ্যে ঘোষণা দিয়েছি যাতে করে কেউ খাজনা না দেয়। 

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর