শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনা নিয়ে সার্ক হেলথ ভিডিও কনফারেন্স বৃহস্পতিবার

করোনা নিয়ে সার্ক হেলথ ভিডিও কনফারেন্স বৃহস্পতিবার

মহামারি করোনাভাইরাস মোকাবিলায় যৌথ প্রচেষ্টার অংশ হিসেবে সার্ক হেলথ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ কনফারেন্সে সার্কভুক্ত আটটি দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা অংশ নেবেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে মঙ্গলবার একাধিক ভারতীয় গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।

দেশটির হিন্দুস্তান টাইমস জানায়, গত ১৫ মার্চ সার্ক প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে সার্কভুক্ত দেশগুলোর স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের ব্যাপারে সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

এতে সার্কভুক্ত দেশগুলোতে করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি, আক্রান্তের সংখ্যা, কোয়ারেন্টাইনের অবস্থা, সংক্রমণ রোধে সচতেনতা এবং করেনা মোকাবিলায় চিকিৎসা সংক্রান্ত প্রস্তুতির মত বিষয়গুলো নিয়ে তথ্য ও মত বিনিময় করবেন বিশেষজ্ঞরা। তবে গণমাধ্যমগুলোতে কনফারেন্সের সময় জানানো হয়নি।

এদিকে সূত্রে জানা গেছে, সার্কভুক্ত দেশের করোনামোকাবিলা তহবিলে এ পর্যন্ত ভারত ১ কোটি মার্কিন ডলার, বাংলাদেশ ১৫ লাখ মার্কিন ডলার, শ্রীলংকা ৫০ লাখ মার্কিন ডলার, নেপাল ১০ লাখ মার্কিন ডলার, আফগানিস্তান ১০ লাখ মার্কিন ডলার, মালদ্বীপ ২ লাখ মার্কিন ডলার এবং ভূটান এক লাখ মার্কিন ডলার দিয়েছে। সব মিলিয়ে ১ কোটি ৮৮ লাখ মার্কিন ডলার দাঁড়িয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর