শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

একাই কোহলির বেঙ্গালুরুকে হারিয়ে দিলেন রাহুল

একাই কোহলির বেঙ্গালুরুকে হারিয়ে দিলেন রাহুল

আইপিএলের এবারের আসরে প্রথম ম্যাচে হারতে হারতে জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু দ্বিতীয় ম্যাচে কোনোভাবে পার পেলো না কোহলির দল।

বৃহস্পতিবার আবুধাবিতে লোকেশ রাহুলের অনবদ্য ১৩২ রানের ইনিংসে ভর করে কিংস ইলেভেন পাঞ্জাব সংগ্রহ করে ৩ উইকেটে ২০৬ রান। জবাবে ১৭ ওভারে ১০৯ রানেই অলআউট হয়ে যায় বিরাট কোহলির বেঙ্গালুরু। তাতে হার মানে ৯৭ রানের বড় ব্যবধানে। 

অবশ্য পাঞ্জাবের ২০৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে চাপেই ভেঙে পড়ে বেঙ্গালুরুর ব্যাটিং লাইনআপ। তৈরি হয় আসা-যাওয়ার মিছিল। তার মধ্যে ওয়াশিংটন সুন্দর ৩০, এবি ডি ভিলিয়ার্স ২৮, অ্যারোন ফিঞ্চ ২০ ও শিবাম দুবে ১২ রান করতে পারেন। বাকিদের রান ছিল টেলিফোন নম্বরের মতো— ১০১০৬১১।

পাঞ্জাবের পক্ষে ৩টি করে উইকেট নেন রবি বিষ্ণোই ও মুরুগান অশ্বিন। ২টি উইকেট নেন শ্যানন কটরেল।

তার আগে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট হাতে ঝড় তোলেন পাঞ্জাবের অধিনায়ক লোকেশ রাহুল। বেঙ্গালুরুর বোলারদের তুলোধুনো করেন তিনি। মাত্র ৬৯ বলে করেন অপরাজিত ১৩২ রান। যেখানে ১৪টি চারের পাশাপাশি ৭টি ছক্কাও ছিল। অতিরিক্ত ১১ রানসহ বাকিরা করেন ৭৪। আর রাহুল একাই করেন ১৩২।

মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে প্রথম উইকেটে ৫৭, নিকোলাস পুরানের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৫৭ ও করুন নয়্যারের সঙ্গে চতুর্থ উইকেটে ৭৮ রান তোলেন কাপ্তান রাহুল। তাতে দল পায় বড় সংগ্রহ। পাঞ্জাবের যে ৩টি উইকেটের পতন ঘটেছে বল হাতে তার ২টি নিয়েছেন বেঙ্গালুরুর শিবাম দুবে। অপরটি নেন যুজবেন্দ্র চাহাল।

ম্যাচসেরা নির্বাচিত হন অধিনায়ক লোকেশ রাহুল।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
ঈদের দিন ৩ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই