শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

একই আসনে এমপি হতে চান ১৬ জন

একই আসনে এমপি হতে চান ১৬ জন

গত ৮ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনিুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর।গতকাল থেকে মনোনয়ন পত্র বিক্রি শুরু হয়েছে ।উত্তেজনা বিরাজ করছে সারাদেশের মানুষের মাঝে নির্বাচন নিয়ে।মনোনয়ন পত্র কিনছেন মনোনয়নপ্রত্যাশীরা।

নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)-১ আসনে। এখন পর্যন্ত এই আসনে নৌকা প্রতীকের প্রত্যাশায় বর্তমান এমপি গোলাম দস্তগীর গাজীসহ সর্বমোট ১৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত এই ১৬ জন ধানমন্ডি আওয়ামী লীগের সভানেত্রীর দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন- বর্তমান এমপি গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, রূপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাজাহান ভূঁইয়া, কায়েত পাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, রূপগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক ভূঁইয়া, বঙ্গবন্ধু পরিষদের সভানেত্রী ডা. খালেদা খানম, অপু চৌধুরী, রূপগঞ্জ আওয়ামী লীগের নেত্রী মাহবুবা সুলতানা, যুদ্ধকালীন কমান্ডার আব্দুল জাব্বার, ব্যারিস্টার শামীম আজিজ, রাকিবুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুল আজিজ ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল বাশার টুকুসহ ১৬ জন।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভপতি আব্দুল হাই বলেন, আমি মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আশা করছি নেত্রী আমাকে মনোনীত করবেন।

এমপি গোলাম দস্তগীর গাজী জানিয়েছেন, বিগত দিনে আমার কর্মকাণ্ড দেখে নেত্রী সন্তুষ্ট। আশা করছি নেত্রী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আমাকে আবারও মনোনীত করবেন।

উল্লেখ্য,মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৯ নভেম্বর এবং মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ২২ নভেম্বর। বাছাই শেষে কমিশন যাদের যোগ্য প্রার্থী হিসেবে মনোনীত করবে, তারা ২৯ নভেম্বর পর্যন্ত তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
ঈদের দিন ৩ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই