মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

উল্লাপাড়ায় কর্মহীনদের মধ্যে সেলাই মেশিন দিলেন ইউপি চেয়ারম্যান

উল্লাপাড়ায় কর্মহীনদের মধ্যে সেলাই মেশিন দিলেন ইউপি চেয়ারম্যান

উল্লাপাড়ায় করোনা কালে কর্মহীন হয়ে ঘরে বসে থাকা কয়েকজন মহিলার মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়ন আলী আহমেদ উচ্চ বিদ্যালয় মাঠে পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদ থেকে সামাজিক দূরুত্ব নিশ্চিত করে মোট ২০ জন মহিলার মধ্যে সেলাই মেশিন প্রদান করেন ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ।

এসময় ইউপি সচিব আব্দুস সালাম, ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ জানান, করোনার জন্য অনেক মহিলা কাজ না পেয়ে বেকার হয়ে বাড়িতে বসে আছেন।

তাদেরকে ঘরে বসে আয় রোজগারের সুযোগ সৃষ্টির জন্য বিনামূল্যে সেলাই মেশিন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে ইউনিয়ন পরিষদ থেকে। প্রথম পর্যায়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি) আওতায় ২০টি সেলাই মেশিন প্রদান করা হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ