শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উল্লাপাড়া করতোয়ার বুকে সোনাতলা সেতু হবে পর্যটন কেন্দ্র

উল্লাপাড়া করতোয়ার বুকে সোনাতলা সেতু হবে পর্যটন কেন্দ্র

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় সরকারি খাস জমিতে গড়ে তোলা হবে পর্যটন কেন্দ্র। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর উদ্যোগে পর্যটন কেন্দ্র গড়ে তোলার কাজ অচিরেই শুরু করবে স্থানীয় প্রশাসন। করোতোয়া নদী ঘেঁষে দৃষ্টিনন্দন সোনাতলা ব্রিজ সংলগ্ন স্থানে হবে এই পর্যটন কেন্দ্র।

করতোয়া নদীর বুকে সোনাতলা সেতু হয়ে উঠেছে লোকজনের বিনোদন কেন্দ্র। প্রতিদিন দূরদূরান্ত থেকে দর্শনার্থী ছুটে আসে এই সেতু ও দুপাশে নদীর দৃশ্য দেখতে । এ যেন এক গ্রামবাংলার আবহমান সৌন্দর্য ফুটে উঠেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা হোসেন তৌফিক ইমামের প্রচেষ্টায় ২০১৩ সালে সোনাতলা সেতু বাস্তবায়নের ফলে প্রতিদিন প্রায় অর্ধশত গ্রামের হাজারো মানুষের জনদুর্ভোগ লাঘব হয়েছে। এই সেতুটি নির্মাণের ফলে পিছিয়ে পরা মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন হয়েছে। ব্যবসায়ীদের জন্য নতুন সম্ভবনা সৃষ্টি হয়েছে। সেইসাথে সোনাতলা সেতু উদ্বোধনের পর পর্যটন কেন্দ্রের সম্ভবনাময় স্থান হিসেবে গড়ে উঠেছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী জাবেদ আহমেদ সোনতলা সেতু পরিদর্শন করেছেন ।

এসময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া সহকারী কমিশনার ভূমি নাহিদ হাসান খাঁন, সলপ ইউপি চেয়ারম্যান প্রকৌশলী শওকাত ওসমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক মীর আরিফুর ইসলাম উজ্জ্বল, সলপ ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক কাজী এহসানুল হক সন্টু। জাবেদ আহমেদ বলেন, ‘বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে গড়ে তোলা হবে একটি নয়নাভিরাম পর্যটন কেন্দ্র। ইতোমধ্যে অর্থ বরাদ্দ হয়েছে। আশা করছি স্থানীয় প্রশাসন অচিরেই কাজটি শুরু করবে। পর্যটন কেন্দ্রটি নির্মাণ করা হলে অনেকেরই কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর