মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠাই হবে আগামী দিনের কূটনীতি: প্রধানমন্ত্রী

উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠাই হবে আগামী দিনের কূটনীতি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: সকলকে সঙ্গে নিয়ে অর্থনৈতিক উন্নয়ন ও শান্তিপ্রতিষ্ঠা করাই হবে আগামী দিনের কূটনীতি। জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলায় ভাষণ স্মরণে আলোচনায় প্রধানমন্ত্রী আরও বলেন  প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ সফলভাবে মোকাবেলা করতে সক্ষম হওয়ার কারণেই সরকারের প্রতি মানুষের আস্থা আছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ১৯৭৪ এ বাংলায় ভাষণ দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মর্যাদা তুলে ধরেছিলেন বিশ্বসভায়। বঙ্গবন্ধুর ভাষণে ওঠে এসেছিলো বিশ্বের অধিকার বঞ্চিত মানুষের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠায় সাহসী উচ্চারণ।

দিবসটির স্মরণে আলোচনায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তুলে ধরেন শান্তির্পর্ণ-সুখী-সমৃদ্ধ বিশ্ব প্রতিষ্ঠায় তার অঙ্গীকারের কথা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ আয়োজনে গণভবন প্রান্ত থেকে যুক্ত হয়ে বঙ্গবন্ধুর দূরদৃষ্টিসম্পন্ন পররাষ্ট্রনীতির কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। দীর্ঘ সময় ক্ষমতায় থাকায় উন্নয়ন চলমান রয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সরকার করোনা সঙ্কট মোকাবেলায় প্রণোদনা দিয়েছে বলেই অর্থনীতি সচল আছে।

 

আলোকিত সিরাজগঞ্জ