সংগৃহীত
কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ডানপায়ের গোড়ালিতে গুরুতর চোটে মাঠের বাইরে ছিটকে যান লিওনেল মেসি। বেঞ্চে বসে আর্জেন্টাইন মহাতারকার কান্নার সেই দৃশ্য অনেককেই আবেগতাড়িত করেছিল।
দ্রুতই আবারো মাঠে ফেরার আশার বাণী শুনিয়েছিলেন বিশ্বকাপজয়ী ফুটবলার। পরে জানা যায়, গোড়ালিতে লিগামেন্টের চোট ধরা পড়ায় অনির্দিষ্টকালের জন্য তাকে মাঠের বাইরে থাকতে হবে। ভক্তরা তার ফেরার অপেক্ষায় থাকলেও আপাতত মন খারাপ করা খবরই মিলেছে। লিগ কাপের নকআউট পর্বের ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামবে ইন্টার মিয়ামি।
মেজর লিগ সকারের ক্লাবটির কোচ টাটা মার্টিনো সোমবার বিষয়টি সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় লোয়ায় ডট কম ফিল্ডে কলম্বাসের বিপক্ষে খেলতে নামবে মিয়ামি।
লিগ কাপ হল যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ও মেক্সিকোর লিগা এমএক্স-এর ক্লাবগুলো নিয়ে হওয়া টুর্নামেন্ট। গত বছর আসরটিতে মিয়ামির শিরোপা জয়ে অগ্রগণ্য ভূমিকা রাখেন মেসি।
মাঠের বাইরের সময়টা অবশ্য পরিবার নিয়ে বেশ কাটাচ্ছেন এলএম টেন। স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো ও ইন্টার মিয়ামি সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে গত মাসে ছুটি কাটিয়েছেন। ফিটনেস ফিরে না পাওয়ায় তিনি এখনো ক্লাব সতীর্থদের সঙ্গে অনুশীলন শুরু করেননি।
সূত্র: ডেইলি বাংলাদেশ