শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অঝোরে কাঁদছে আর্জেন্টিনার সমর্থকরা, হাসছে ব্রাজিল!

অঝোরে কাঁদছে আর্জেন্টিনার সমর্থকরা, হাসছে ব্রাজিল!

রবীন্দ্রনাথ ঠাকুর সেই কবে লিখে গিয়েছেন, ‘তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি / তোমার সেবার মহান দুঃখ সহিবারে দাও ভকতি।’ পতাকা ওড়ানো, জার্সি গায়ে চড়ানো, চায়ের কাপে, ভার্চুয়াল জগতে লড়াইয়ে মত্ত আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থকরা এর মর্মার্থটুকুন বুঝলেই রক্ষা!

কেননা গত রাতে ভারতের বিপক্ষে বাংলাদেশের হারের পর টাইগারদের বিশ্বকাপ পর্ব শেষ হয়ে গেছে। এক প্রকার হতাশা নিয়েই পুরো রাত কাটিয়েছেন দেশবাসী। তবে অপেক্ষা ছিল সকালের। কেননা চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ। তাও আবার কোপা আমেরিকার সেমিফাইনাল। তাই হতাশ দেশবাসীর আশা জিইয়ে রেখেছিল ম্যাচটি। হয় সকালের সূর্যের হাসিতে হাসবে ব্রাজিলের সমর্থকরা না হয় আর্জেন্টিনার সমর্থকরা। 

তবে কারো সুখ কারো বা দুঃখের বিষয় হলো আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে ২০০৭ সালের পর ফের কোপা আমেরিকার ফাইনালে পৌঁছে গেছে ব্রাজিল। তাই হয়তো আজকে সকালের মেঘের ফাঁকে মাঝে মাঝে উঁকি দেয়া সূর্যের হাসির সঙ্গে তাল মিলিয়ে হাসছে ব্রাজিল সমর্থকরা। তারই সঙ্গে মেঘাচ্ছন্ন আকাশের ঝিরি ঝিরি বৃষ্টির সঙ্গে তাল মিলিয়ে লুকিয়ে কাঁদছে আর্জেন্টিনার সমর্থকরা। বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ৬টায় বেলো হরিজন্তে স্টেডিয়ামে খেলাটি শুরু হয়। গ্যাব্রিয়েল জেসুস ও রবার্তো ফিরমিনো দুজনই করেছেন একটি করে গোল এবং একে অপরের গোলে এসিস্ট।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই দুর্দান্ত এক আক্রমণ সাজায় স্বাগতিকরা। তবে রবার্তো ফিরমিনোর সে প্রচেষ্টা রুখে দেন আর্জেন্টাইন গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি। নবম মিনিটের মাথায় ফের আর্জেন্টাইন রক্ষণে হামলা চালায় ব্রাজিল।  তবে গোলের প্রথম সুযোগটা তৈরি করেছিল আর্জেন্টিনাই। ফাঁকায় থাকা লিওনার্দো পারেদেস ১২ মিনিটের মাথায় দুর্দান্ত এক শট নেন। কিন্তু তা একটুর জন্য চলে যায় বারের ওপর দিয়ে। এদিকে ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে মাত্র ১৯ মিনিটেই প্রথম গোল করে ফেলে ব্রাজিল। অভিজ্ঞ ডিফেন্ডার দানি আলভেসের দুর্দান্ত ড্রিবলিংয়ের ফায়দা নেয় স্বাগতিকরা।

দলের অধিনায়ক দানি দুই ডিফেন্ডারকে কাটিয়ে বল সামনে বাড়ান রবার্তো ফিরমিনোর উদ্দেশ্যে। যিনি বল রিসিভ না করে সরাসরি নিচু পাস দেন ডি-বক্সে ফাঁকায় দাঁড়ানো গ্যাব্রিয়েল জেসুসের উদ্দেশ্যে। সুযোগসন্ধানী হেসুস কোনো ভুল করেননি গোলের সহজতম এ সুযোগটি কাজে লাগাতে। তার আলতো পায়ের টোকায় ১৯ মিনিটেই লিড নিয়ে ফেলে ব্রাজিল।

আর্জেন্টিনার সামনে এ গোল শোধ করার সবচেয়ে ভালো সুযোগটি আসে ম্যাচের ৩০তম মিনিটে। বাম পাশ থেকে লিওনেল মেসির ফ্রি-কিকে সবার চেয়ে ওপরে লাফিয়ে মাপা হেড করেন সার্জিও আগুয়েরো। কিন্তু সেটি গিয়ে আঘাত হানে ক্রসবারে। এরপর আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই তরুণ ফরোয়ার্ড এভারটন সোয়ারেসকে উঠিয়ে উইলিয়ানকে মাঠে নামান ব্রাজিলিয়ান কোচ তিতে। প্রথমার্ধের মতো এবারও শুরুতেই আক্রমণে ওঠে ব্রাজিল। আর্জেন্টিনা বেশ কয়েকবার আক্রমণে গেলেও তা বিফলে যায়। উল্টো ৭১ মিনিটে খেলার ধারার বিপরীতে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল। 

এবার গোল করেন রবার্তো ফিরমিনো, তাকে বলের জোগান দেন গ্যাব্রিয়েল জেসুস। দুই গোলের লিড নিয়ে ম্যাচের ২০ মিনিট বাকি থাকতেই জয়োল্লাস শুরু হয়ে যায় স্বাগতিকদের গ্যালারিতে। পরে আর কোনো গোল না হলে ২-০ গোলের জয় নিয়েই ফাইনালে পৌঁছে যায় ব্রাজিল।

ম্যাচে ৬১ শতাংশ বল ছিল ব্রাজিলের দখলে। আর মাত্র ৩৯ শতাংশ ছিল আর্জেন্টিনার দখলে।  ২০০৭ সালের পর আজই প্রথম কোপা আমেরিকায় মুখোমুখি হয় এই দুই ফুটবল পরাশক্তি। সেবার আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। একযুগ পর লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের মুকুট জিততে মরিয়া তারা।

এবারের কোপায় সবচেয়ে ফেবারিট ব্রাজিল। তারা দুর্দান্ত গতিতে ছুটেই ফাইনালে উঠল। অন্যদিকে, মেসি ও তার দল আর্জেন্টিনাকে কোপায় সেরা ছন্দে দেখা যায়নি।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

শাহজাদপুরে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা
সিরাজগঞ্জে পুরোদমে চলছে কৃষিবান্ধব সোলার প্রকল্পের কাজ
সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বেলকুচিতে বিএসটিআই অনুমোদন না থাকায় টেক্সটাইল মিলকে জরিমানা
বেলকুচিতে পুষ্টি বিষয়ক সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ
এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির
গবেষণায় আরো জোর দিতে বললেন কৃষিমন্ত্রী
রংপুর ও ভোলার চরের মানুষদের সুখবর দিলেন পরিবেশমন্ত্রী
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক