• মঙ্গলবার   ২৮ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৪ ১৪২৯

  • || ০৬ রমজান ১৪৪৪

‘প্রধানমন্ত্রী হবেন কি?’ জবাবে যা বললেন মাশরাফি

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ২ জুলাই ২০১৯  

নিময়ানুসারে প্রতিটি ম্যাচের আগে দু'দলের একজন করে প্রতিনিধি সংবাদ সম্মেলনে উপস্থিত হন। অধিকাংশ ক্ষেত্রে অধিনায়কই সংবাদ মাধ্যমের সঙ্গে ম্যাচ নিয়ে নিজেদের ভাবনা ও প্রস্তুতি নিয়ে কথা বলেন। প্রথা মেনে ভারতের সঙ্গে ম্যাচের সংবাদ সম্মেলনে মাশরাফী বিন মোর্ত্তজা হাজির হয়েছেন। সেখানে এক ভারতীয় সাংবাদিকের প্রশ্নটা ছিল এমন- ‘আগামী ১০-১৫ বছরে আপনাকে কি প্রধানমন্ত্রী হিসেবে দেখা যেতে পারে?’

প্রশ্ন শুনে খানিকটা হাসলেন বাংলাদেশ অধিনায়ক। বললেন, ‘আপনি আমাকে মেরে ফেলতে চান! (হাসি)’। এরপর মাশরাফি টস বিষয়ক প্রশ্নের উত্তর দেন। এরপর ওই ভারতীয় সাংবাদিক আবারো জানতে চাইলেন। এবার বাংলাদেশ অধিনায়কের সোজা উত্তর, ‘ওহ, মোটেও না (প্রধানমন্ত্রী হওয়া প্রসঙ্গে)।’

ওয়ানডে বিশ্বকাপের ১২তম আসরে একমাত্র সংসদ সদস্য হিসেবে খেলছেন মাশরাফী বিন মোর্ত্তজা। একাদশতম জাতীয় নির্বাচনে নড়াইল-২ আসন থেকে বিপুল ব্যবধানে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। নির্বাচিত হওয়ার পর কাজকর্মে আলোড়ন তুলেছেন মাশরাফী, কুড়াচ্ছেন প্রশংসাও।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ