শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১৮ অগ্রাহায়ণ ১৪৩০

আফগানিস্তানের বিপক্ষে সাকিব খেলবেন ?

আফগানিস্তানের বিপক্ষে সাকিব খেলবেন ?

অনুশীলনের সময় ফুটবল খেলতে গিয়ে চোটে পড়েন সাকিব আল হাসান। চোট কতটা গুরুতর এ ব্যাপারে দলের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। এমনকি দুই প্রস্তুতি ম্যাচের কোনোটিতেই ছিলেন না টাইগার অধিনায়ক। বিশ্বকাপের মূলপর্বে বিশ্বসেরা অলরাউন্ডারের ফেরা নিয়ে শঙ্কা দেখা দিলেও নাজমুল হাসান শান্ত জানিয়েছেন, শতভাগ ফিট আছেন ৩৬ বর্ষী সাকিব।

দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ইংল্যন্ডের বিপক্ষে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন সাকিবের ডেপুটি শান্ত। টসে এসে আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের অধিনায়কের খেলা নিয়ে শঙ্কা দূর করেছেন টপ অর্ডার ব্যাটার। বলেছেন, ‘তিনি শতভাগ ফিট আছেন। প্রথম ম্যাচ থেকেই খেলার জন্য এভেইলেবল।’ ইংল্যান্ডের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৩৭ ওভারে ৯ উইকেটে ১৮৮ রানের সংগ্রহ পায় টিম টাইগার্স। বৃষ্টি আইনে ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ১৯৭ রান। লক্ষ্য তাড়ায় নেমে ‘বাজবল’ ব্যাটিংয়ে জয়ের বন্দরে পৌঁছায় সহজেই। ২৪.১ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ইংলিশবাহিনী। শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচে অবশ্য অধিনায়কের দায়িত্ব পালন করেন মেহেদী হাসান মিরাজ। সেই ম্যাচে লঙ্কানদের ৭ উইকেটে হারিয়েছিল লাল-সবুজের দল।

গৌহাটিতে লঙ্কানদের বিপক্ষে ম্যাচে আনুষ্ঠানিক সম্প্রচারের সময় ধারাভাষ্যকাররা বলেছিলেন, অনুশীলনের সময় ফুটবল খেলতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন সাকিব। যে কারণে প্রস্তুতি ম্যাচ এড়িয়ে যাচ্ছেন তারকা ক্রিকেটার। এবার বিশ্বকাপে মূল আসরের প্রথম ম্যাচে ধর্মশালায় আফগানিস্তানের মুখোমুখি হবে সাকিবের দল। শনিবার বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে টাইগাদের বিশ্বকাপ মিশন।

আলোকিত সিরাজগঞ্জ