শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১৭ অগ্রাহায়ণ ১৪৩০

মমতাকে জার্সি দিয়ে ঢাকায় আসবেন রোনালদিনিও

মমতাকে জার্সি দিয়ে ঢাকায় আসবেন রোনালদিনিও

গত মৌসুম শেষে কলকাতা ও ঢাকা ঘুরে গেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস।  এবারের পূজায় আরও বড় উপহার পাবেন কলকাতাবাসী, এমন গুঞ্জন শোনা গেছে। আনহেল দি মারিয়া কিংবা স্বয়ং লিওনেল মেসিকেও নাকি দেখা যেতে পারে। এখনো সে খবর নিশ্চিত হওয়া যায়নি। তবে তাঁরা যদি নাও যান তবু বিশ্বকাপজয়ী ফুটবলারের দেখা পাবে কলকাতা।

২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রোনালদিনিও অক্টোবরেই ঘুরে যাবেন কলকাতা। পিটিআই বলছে ঢাকাও দেখে যাবেন তিনি। তিনবারের বালন দ’র বিজয়ী ফেসবুক পোস্টে কলকাতায় যাওয়ার খবর নিশ্চিত করেছেন, ‘মাঝ-অক্টোবরে প্রথমবারের মত কলকাতা সফরে যাচ্ছি আমি। আমি জানি কলকাতায় ব্রাজিলের প্রচুর ভক্ত আছে এবং আমি তাদের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছি। ৪৩ বছর বয়সী সাবেক ফুটবলার পশ্চিম বাংলার মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গেও দেখা করবেন এবং তাঁকে একটি জার্সি উপহার দেবেন।

সৌরভ গাঙুলীর কাছ থেকে ক্রিকেটও শিখতে চান রোনালদিনিও, ‘আমি জানি ওখানে ক্রিকেট অনেক জনপ্রিয় এবং এবার আমি বাংলার দাদার কাছ থেকে ক্রিকেট শিখতে চাই। আমি এই সুন্দর খেলা ছড়িয়ে দিতে চাই। এই দূর্গা পূজায় সাম্বার জাদু শুরু হোক। আমি তোমাদের ভালোবাসি।’ আগামী ১৬ অক্টোবর কলকাতায় যাবেন রোনালদিনিও। সেখানে দুইদিন থেকে ঢাকায় আসবেন, পিটিআইকে এমনটাই জানিয়েছে মহাতারকাকে কলকাতায় আনার সঙ্গে জড়িত এক কর্মকর্তা।  কলকাতায় চ্যারিটি ম্যাচ খেলবেন, দূর্গা পূজার মন্ডপও ঘুরে দেখবেন।  

আলোকিত সিরাজগঞ্জ