• শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৪ ১৪৩০

  • || ১৩ রবিউল আউয়াল ১৪৪৫

জুভেন্টাসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন রোনালদো

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩  

ইতালির ক্লাব জুভেন্টাসের জার্সিতে তিন বছর খেলেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদ ছেড়ে সিরি আ’র ক্লাবটিতে যোগ দিয়েছিলেন, সেখানে ১০১টি গোল করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। এবার সাবেক ক্লাবের বিরুদ্ধে মামলা করতে চলেছেন সিআর সেভেন। পাওনা বেতন না দেয়ার অভিযোগে আইনি ব্যবস্থা নেবেন।

ইতালির লা গ্যাজেত্তা দেল এ প্রসঙ্গে ২০ পৃষ্ঠার দীর্ঘ এক প্রতিবেদন প্রকাশ করেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, বাংলাদেশি মুদ্রায় ২৩২ কোটি ৭৪ লাখ টাকা সাবেক ক্লাব জুভেন্টাসের কাছে পাওনা আছে রোনালদোর। করোনা মাহামারির সময় মূলত বেতন স্থগিত করার অনুরোধ জানালে সেসময় রোনালদো তা মেনে নিয়েছিলেন। পরবর্তীতে সময় পেরিয়ে গেলেও সেই টাকা বুঝে পাননি। তাই পাওনা আদায়ে ক্লাবটির বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন আল নাসেরে খেলা ফরোয়ার্ড।

সর্বশেষ মৌসুমে দলবদলের চুক্তি ও অর্থ নিয়ে মিথ্যাচার করায় এমনিতেই ১০ পয়েন্ট কাটা গেছে জুভেন্টাসের। লিগে পয়েন্ট তালিকায় ৭ নম্বরে থেকে শেষ করায় উয়েফার কোনো প্রতিযোগিতায় খেলার সুযোগ পায়নি তুরিনের বুড়িরা। এমনকি আর্থিক ফেয়ার প্লে নীতি ভঙ্গ করায় একবছরের জন্য ইউরোপীয় প্রতিযোগিতা থেকে তাদের নিষিদ্ধও করেছে উয়েফা। গত মৌসুমে জুভদের জরিমানা গুনতে হয়েছে বড় অঙ্কের।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ