শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১

ক্রিকেটারদে স্ত্রী, সন্তান, ঘোষণা করলো নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল

ক্রিকেটারদে স্ত্রী, সন্তান, ঘোষণা করলো নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল

আগামী ৫ অক্টোবর শুরু হবে এবারের ওয়ানডে বিশ্বকাপ। বৈশ্বিক এই আসরকে সামনে রেখে দল ঘোষণা করছে অংশগ্রহণকারী দল। তারই ধারাবাহিকতায় বিশ্বকাপ দল ঘোষণা করেছে গত আসরের রানার-আপ নিউজিল্যান্ড। তবে গতানুগতিকভাবে নয়, অভিনব এক পন্থায় বিশ্বকাপ দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড।

বাংলাদেশ সময় আজ সোমবার (১১ সেপ্টেম্বর) ভোরে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণা করেছে। ১৫ সদস্যের দল ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও রিল পোস্ট করেছে এনজেডসি। যেখানে একে একে কেউ তার বাবা, কেউবা তার স্বামী, কেউ আবার নিজের সন্তান বা নাতির বিশ্বকাপ দলে থাকার কথা গর্বের সঙ্গে ঘোষণা করছেন। ভিডিওর শুরুতে ছোট্ট একটি শিশু মায়ের কোলে বসে শিখিয়ে দেওয়া কথাগুলো বলছে, ‘১৬১, আমার বাবা কেইন উইলিয়ামসন।’ বুঝতে বাকি নেই সেই নারী হলেন উইলিয়ামসনের স্ত্রী সারাহ রাহিম। শিশুটি তার ৪ বছর বয়সী মেয়ে ম্যাগি। আর উইলিয়ামসন হলেন নিউজিল্যান্ড ওয়ানডে ইতিহাসের ১৬১ নম্বর খেলোয়াড়।

একমাত্র পেস বোলিং অলরাউন্ডার জিমি নিশামকে দলে রাখা হয়েছে। নিশামের নাম ঘোষণা করেন ৯৪ বছর বয়সী দাদি। নাতির নাম ঘোষণা করেছেন এভাবে, ‘ওডিআই ব্ল্যাকক্যাপ নম্বর ১৭৭। সে আমার নাতি জেমস নিশাম।’তবে বিশ্বকাপ দলে জায়গা হয়নি অভিজ্ঞ মার্টিন গাপটিলের। দলে রাখা হয়নি টপ অর্ডার ব্যাটসম্যান ফিন অ্যালেন, দুই পেসার অ্যাডাম মিলনে ও কাইল জেমিসনকেও।  

নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল: কেইন উইলিয়ামসন (অধিনায়ক), টম ল্যাথাম (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, ড্যারিল মিচেল, ডেভন কনওয়ে, মিচেল স্যান্টনার, ইশ সোধি, রাচিন রবীন্দ্র, উইল ইয়াং, গ্লেন ফিলিপস, লকি ফার্গুসন, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, ম্যাট হেনরি।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: