• রোববার ০৪ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২০ ১৪৩০

  • || ১৩ জ্বিলকদ ১৪৪৪

সবাইকে কাঁদিয়ে অবসরে ওজিল

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩  

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন জার্মানীর বিশ্বকাপজয়ী তারকা খেলোয়াড় মেসুত ওজিল। বুধবার (২২ মার্চ) টুইটারে নিজের অবসর ঘোষণা করেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে প্রায় ১৭ বছর ধরে বিশ্বের বিভিন্ন ফুটবল লিগ খেলেছেন ওজিল। লম্বা সময় জাতীয় দলে ব্রাত্য ছিলেন তিনি। আর এ কারণেই ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপ জয়ী এ তারকা ফুটবলার। 

তবে বিদায়ী ঘোষণায় মধুর মধুর স্মৃতির জন্য জাতীয় দল, সতীর্থ ও ক্লাবগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মেসুত ওজিল।

 

টুইটারে সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ওজিল।

টুইটারে সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ওজিল।

 

জার্মানির দুই ক্লাব শালকে ও ব্রেমেনের অধ্যায় শেষে ২০১০ সালে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দেন ওজিল। সেখানে দুর্দান্ত তিনটি মৌসুম কাটিয়ে আর্সেনালে যোগ দেন তিনি। তবে ইনজুরির কারণে ইংলিশ ক্লাবটিতে জায়গা হারিয়ে ফেলেন ৩৪ বছর বয়সী এ ফুটবলার।

এরপর ২০২১ সালে তুরস্কের ক্লাব ফেনারবাচেতে যোগ দেন মেসুত। তবে সেখানেও তার সময়টা ভালো কাটেনি। সেখান থেকে পাড়ি জমান বাসাকসেহিরেতে।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ