শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

উইন্ডিজ থেকেই বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

উইন্ডিজ থেকেই বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

দরজায় কড়া নাড়ছে আরো একটি বিশ্বকাপ। অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি ক্রিকেটের মেগা আসর। কুড়ি ওভারের সবশেষ বিশ্বকাপ একবারেই ভালো যায়নি বাংলাদেশ দলের। এবার তাই ভালো করার প্রত্যয়ে একটু আগেভাগে ছক আঁকা শুরু করেছে টাইগাররা। উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়েই নিজেদের বিশ্বকাপ প্রস্তুতি শুরু করার বার্তা দিলেন তাসকিন আহমেদ।

দুই ম্যাচ টেস্ট সিরিজ শেষে এবার ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনী। ২ ও ৩ জুলাই প্রথম দুই টি-টোয়েন্টি হবে ডোমিনিকায়। ৭ জুলাই গায়ানায় অনুষ্ঠিত হবে শেষ টি-টোয়েন্টি। এই সিরিজ শুরুর আগে সেন্ট লুসিয়ায় মঙ্গলবার দলীয় অনুশীলন শেষে এক ভিডিও বার্তায় সিরিজে নিজেদের লক্ষ্যের কথা জানান তাসকিন।

যেখানে তাসকিন বলেন, ‘প্রত্যেকটি ম্যাচ বা সিরিজ গুরুত্বপূর্ণ, যেহেতু সামনে এশিয়াকাপ আর টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। যেহেতু বড় ইভেন্টের খেলা আছে, সেহেতু প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ। অবশ্যই জয়ের জন্যই খেলব।’

জয়ের লক্ষ্য থাকলেও বিশ্বকাপের প্রস্তুতিটা মনের এক কোণে থাকছেই দলের। তাসকিন বললেন, ‘আমরা যেন দীর্ঘমেয়াদী সুযোগগুলো কাজে লাগাতে পারি, নিজেদের উন্নতি করতে পারি, আত্মবিশ্বাসগুলো বেশি করে নিতে পারি। এটাই লক্ষ্য থাকবে যে, এখানে খেলে আমরা সামনে নিজেদেরকে আরো ভালোভাবে প্রস্তুতি করতে পারি বিশ্বকাপের জন্য।’

চোট কাটিয়ে প্রায় ৩ মাস পর জাতীয় দলে ফিরেছেন তাসকিন। শুরুতে টি-টোয়েন্টি স্কোয়াডে না থাকলেও পরে যুক্ত করা হয়েছে তাকে। সফরে দুই ম্যাচের যে টেস্ট সিরিজ হেরেছে বাংলাদেশ দল, সে সিরিজে অবশ্য ছিলেন না এই স্পিড স্টার। তবুও তাসকিন জানালেন, পরাজয়ের গ্লানি ভুলে এবার সামনে তাকানো পালা। দলকে জয় উপহার দেওয়ায় তার লক্ষ্য।

তাসকিন বলেন, ‘দুর্ভাগ্যবশত শেষ যে সিরিজটা, আমাদের ভালো যায়নি। এখন সামনে একটা টি-টোয়েন্টি সিরিজ আছে, এর পরেই একটা ওয়ানডে সিরিজ। তো যে ভুলাগুলো হয়েছে সেগুলো নিয়ে ভবিষ্যতে কাজ করতে হবে। এখন বসে থাকা যাবে না কারণ, সামনে অন্য ফরম্যাটের খেলা আছে। ‌তো অবশ্যই আমরা সামনে যে টি-টোয়েন্টি সিরিজ আছে সেদিকেই তাকিয়ে, টি-টোয়েন্টি নিয়েই পরিকল্পনা করব আমরা সবাই। চাইব ভালো করতে। দেশকে জয় উপহার দিতে।’

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
ঈদের দিন ৩ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই