• রোববার ১১ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৭ ১৪৩০

  • || ২০ জ্বিলকদ ১৪৪৪

দেশের প্রথম ওয়ানডের পেসার সামিউর রহমান মারা গেছেন

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২২  

বাংলাদেশের প্রথম ওয়ানডের পেসার সামিউর রহমান মারা গেছেন। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬৮ বছর। সামিউর রহমান বছর দেড়েক ধরে অসুস্থ ছিলেন। ব্রেন টিউমার ছিল, ডিমেনশিয়ায়ও (স্মৃতিভ্রষ্টতা) ভুগছিলেন।

ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় ১৯৮৬ সালের ৩১ মার্চ পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দিয়ে। সেই ম্যাচে টাইগার পেসার ছিলেন সামিউর রহমান। ছয়দিন পর ক্যান্ডিতে শ্রীলংকার বিপক্ষে ম্যাচটি তার ক্যারিয়ারের দ্বিতীয় ও শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন।  

আজীবন ক্রিকেটের সঙ্গে জড়িয়ে ছিলেন তিনি। প্রথম শ্রেণি ও লিস্ট এ ক্রিকেটে আম্পায়ারিং করেছেন ২৮ ম্যাচে। ম্যাচ রেফারি ছিলেন ১১১ ম্যাচে। টি-টোয়েন্টিতে ২৫টি ম্যাচেও ম্যাচ রেফারিং করেছেন।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ