বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শ্রীলংকার বিপক্ষে জয়ে ভারতের টি-২০ সিরিজ শুরু

শ্রীলংকার বিপক্ষে জয়ে ভারতের টি-২০ সিরিজ শুরু

শ্রীলংকার বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করলো ভারত। এরআগেও ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে সফররত ভারত। 

বাংলাদেশ সময় রোববার রাতে কলম্বোতে অনুষ্ঠিত সিরিজের প্রথম টি-২০তে ৩৮ রানের সহজ জয় পেয়েছে ভারত। এদিন ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৪ রান তুলে সফরকারীরা। জবাবে খেলতে নেমে মাত্র ১২৬ রানেই থেমেছে লংকানদের ইনিংস।

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শ্রীলংকার অধিনায়ক দাসুন শানাকা। ব্যাট করতে নেমে ভারতীয় ওপেনার পৃথ্বী শ কোনও রান পাননি। দ্বিতীয় উইকেটে সাঞ্জু স্যামসনের সঙ্গে ৫১ রানের পার্টনারশিপ গড়ে দলকে টেনে তোলেন ভারপ্রাপ্ত অধিনায়ক ধাওয়ান।

স্যামসন ২৭ রান করে আউট হওয়ার পর তৃতীয় উইকেটে সূর্যকুমারের সঙ্গে আরেকটি পঞ্চাশ ছাড়ানো জুটি গড়েন ধাওয়ান। ৪৯ বলে তাদের ৬২ রানের জুটি ভাঙে ধাওয়ান ৪৬ রানে বিদায়ে নিলে।

এরপর মাত্র ৩৩ বলে ফিফটি স্পর্শ করেন সূর্যকুমার। তবে এই লেগ স্পিনারের পরের বলেই লং অফে ধরা পড়েন ৩৪ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫০ রান করা ডানহাতি ব্যাটসম্যান। শেষদিকে ইশান কিষানের ১৪ বলে ২০ ও হার্দিক পান্ডিয়ার ১০ রান করে অপরাজিত থাকেন।

১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই পিছিয়ে পড়তে থাকে স্বাগতিকরা। চার নম্বরে নামা চারিথ আসালাঙ্কা ২৬ বলে ৪৪ ও ওপেনার আভিশকা ফার্নান্দো ২৩ বলে ২৬ রানব্যতীত কেউই বলার মতো ইনিংস খেলতে পারেননি।

ভারতের পক্ষে বল হাতে ৪ উইকেট নিয়েছেন ভুবনেশ্বর। তিনিই জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। চাহারের শিকার ২টি উইকেট।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর