বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মেসিকে ইতালিতে চান রোনালদো

মেসিকে ইতালিতে চান রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে ‘চ্যালেঞ্জ গ্রহণ’ করে ইতালিতে চলে আসার আহ্বান জানিয়েছেন।

সান্তিয়াগো বার্নাব্যুতে নয়টি দারুণ বছর কাটিয়ে গেল জুলাইয়ে জুভেন্তাসে পাড়ি জমান সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। ইতালীয় চ্যাম্পিয়নদের হয়েও ছুটে চলেছেন দুর্বার বেগে। ১৫ ম্যাচ থেকে দশ গোল করে দলকে শীর্ষস্থান ধরে রাখতে দারুণ সহায়তা করেছেন। যার ফলে টানা অষ্টম শিরোপার কক্ষপথেই আছে তার দল।

এর আগে স্পোর্টিং লিসবন এবং ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও খেলেছেন পর্তুগিজ তারকা। তবে মেসির ক্যারিয়ারের পুরোটা সময়ই কেটেছে বার্সেলোনায়। লা লিগা শিরোপাধারীদের সঙ্গে ২০২০-২০২১ সাল পর্যন্ত চুক্তিবদ্ধও রয়েছেন আর্জেন্টাইন তারকা। চুক্তিটি শেষ হওয়ার সময়ে ৩৪ বছরে পা দেবেন মেসি। রোনালদোর পরামর্শ, বুটজোড়া তুলে রাখার আগে বার্সেলোনার বাইরের জীবনের স্বাদও নেয়া উচিত বার্সেলোনা অধিনায়কের। সমপ্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন অভিমতই দিয়েছেন জুভেন্তাস তারকা।

রোনালদোকে জিজ্ঞেস করা হয়েছিল ইতালিতে মেসির শূন্যতা অনুভব করেন কি না। রোনালদোর জবাব, ‘না, সম্ভবত সে আমার শূন্যতা অনুভব করে। আমি ইংল্যান্ড, স্পেন, ইতালি এবং পর্তুগালে খেলেছি, জাতীয় দলে খেলেছি; যেখানে সে এখনো স্পেনেই আছে। সম্ভবত তার আমাকে আরও বেশি প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘আমার কাছে জীবন একটা চ্যালেঞ্জ। এটা পছন্দ করি আমি এবং আমি মানুষকে খুশি রাখতে পছন্দ করি।’

বার্সা ছেড়ে মেসিকে ইতালির কোনো দলে যোগ দেয়ার পরামর্শও দেন রোনালদো। জুভেন্তাস তারকার ভাষায়, ‘কোনো এক দিন আমি তাকে ইতালিতে দেখতে চাই। সে আমার মতো সেও চ্যালেঞ্জ গ্রহণ করুক, এটা চাই।’

তবে আর্জেন্টাইন তারকা যদি বার্সেলোনাতেই ক্যারিয়ার শেষ করতে চান তাহলেও তার সিদ্ধান্তকে সম্মান জানাবেন রোনালদো। তিনি বলেন, ‘যাই হোক, সে যদি সেখানেই খুশি থাকে তাহলে তার সিদ্ধান্তকে সম্মান জানাই আমি। সে একজন দারুণ খেলোয়াড়, একজন ভালো মানুষ। তবে এখানে কোনো কিছুরই শূন্যতাবোধ আমাকে পেয়ে বসেনি। এটা আমার নতুন জীবন এবং আমি এখানে সুখীই আছি।’

রোনালদো এবং মেসি দুজনেই সমান পাঁচটি করে ব্যালন ডি’অর জিতেছেন। সম্প্রতি রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার লুকা মদ্রিচ এই পুরস্কারটি জিতলে ছেদ পড়ে তাদের দশ বছর দীর্ঘ দ্বৈত শাসনে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
ঈদের দিন ৩ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই