• শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৫ ১৪৩০

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৫

সৌরজগতের বাইরে ২ গ্রহ আবিষ্কার, পানির সন্ধান

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২২  

সৌরজগতের বাইরে দুটি গ্রহ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। পৃথিবী থেকে যার অবস্থান ২১৮ আলোকবর্ষ দূরে। লাল বামন (ছোট) নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরতে থাকা এই গ্রহমণ্ডলী পৃথিবীর মতো নয়। জোতির্বিজ্ঞানীদের ধারণা, গ্রহ দুটির উপরিভাগ পানিতে তলিয়ে আছে। এ জন্যই এই দুই গ্রহকে ‘ওয়াটার ওয়ার্ল্ড’ বলে বর্ণনা করেছেন তারা।

কানাডার মন্ট্রিয়ল বিশ্ববিদ্যালয়ের একদল জোতির্বিজ্ঞানী নাসার হাবল ও স্পিটজা নামের দুটি টেলিস্কোপ ব্যবহার করে তাদের গবেষণায় গ্রহ দুটির সন্ধান পান।গবেষণায় নেতৃত্ব দিচ্ছেন বিশ্ববিদ্যালয়টির ইনস্টিটিউট ফর রিসার্চ অন দ্য এক্সোপ্লানেটস-এর ক্যারোলিন পিউলেট। নেচার অ্যাস্ট্রনমি নামের একটি বিজ্ঞান সাময়িকীতে কেপলার ১৩৮সি ও কেপলার ১৩৮ডি নামের গ্রহ দুটির বিষয়ে গবেষণায় পাওয়া ফল নিয়ে একটি বিস্তারিত নিবন্ধ প্রকাশ করা হয়েছে।

নাসা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। তাতে বলা হয়েছে, গবেষক দলের প্রধান ক্যারোলিন পিউলেট ও তার সহকর্মীরা সৌরজগতের বাইরে দুটি গ্রহ আবিষ্কার করেছেন। গ্রহ দুটির বেশির ভাগ অংশ পানিতে তলিয়ে রয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ