শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আবারও আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার বিচারক শায়েখ সাদ সাইফুল্লাহ

আবারও আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার বিচারক শায়েখ সাদ সাইফুল্লাহ

ইউরোপের অস্ট্রিয়ার রব্বানিইয়িন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত শায়েখ আবদুল্লাহ কামেল (রহ.) আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে চারটি গ্রুপে দুই হাজারের বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। এতে বাংলাদেশি প্রতিযোগীরাও অংশগ্রহণ করেছেন। যা ভার্চুয়ালে অনুষ্ঠিত সর্ববৃহৎ আন্তর্জাতিক প্রতিযোগিতা হিসেবে ঘোষিত হয়েছে।

বিচারক বোর্ড প্রধানের দায়িত্ব পালন করছেন বিশ্ববরেণ্য ক্বারী ড. শায়েখ আহমদ ঈসা আল মা’সারাওঈ। বোর্ডের অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব, হাইয়াতুল কিরাত আদদুয়ালিয়াহ’র (বিশ্ব কারি সংস্থা) সচিব, মাদরাসা উম্মুল কুরা লি-উলূমিল কোরআন বাংলাদেশ এর মহাপরিচালক শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী।

তিনি ২০২২ সালে আফ্রিকার সর্ববৃহৎ আন্তর্জাতিক হিফজুল কোরআন, কিরাত ও আজান প্রতিযোগিতার একমাত্র বাংলাদেশি বিচারক ও বিচারক বোর্ডের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। যেখানে বিশ্বের ৭৯টি দেশের প্রতিযোগী অংশগ্রহণ করেছিল।

২০২১ সালে ওআইসি ওইথ ক্যাপিটাল কর্তৃক আয়োজিত (ভার্চুয়াল) আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতার বিচারক, ২০২১-২২ সালে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত একাধিক জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতার বিচারক এবং ২০১৮ সালে সৌদি আরবের আল রাজী কোরআন প্রতিযোগিতার বিচারক প্যানেলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী প্রতিবছর সৌদি আরবের বিভিন্ন মসজিদে রমজানের তারাবীহ এবং কিয়ামুললাইল নামাজের ইমামের দায়িত্ব পালন করেন। ২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতের মাজমাউল কোরআনের রাষ্ট্রীয় অতিথি, ২০১৯ সালে ইন্দোনেশিয়া আন্তর্জাতিক সম্মেলনের প্রধান অতিথিসহ বিশ্বের বিভিন্ন দেশে অতিথি হিসেবে সফর করার সৌভাগ্য লাভ করেন তিনি।

বিচারক বোর্ডে আরো নয়জন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব দায়িত্ব পালন করছেন। এ প্রতিযোগিতায় সেরা দশজনের চারজনকে স্কলারশিপসহ বাকি ছয়জনকে নগদ অর্থ পুরস্কার প্রদান করবে ইউনিভার্সিটি।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

শাহজাদপুরে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা
সিরাজগঞ্জে পুরোদমে চলছে কৃষিবান্ধব সোলার প্রকল্পের কাজ
সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বেলকুচিতে বিএসটিআই অনুমোদন না থাকায় টেক্সটাইল মিলকে জরিমানা
বেলকুচিতে পুষ্টি বিষয়ক সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ
এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির
গবেষণায় আরো জোর দিতে বললেন কৃষিমন্ত্রী
রংপুর ও ভোলার চরের মানুষদের সুখবর দিলেন পরিবেশমন্ত্রী
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক