বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

মসজিদে ইতিকাফরত মুসল্লির মৃত্যু

মসজিদে ইতিকাফরত মুসল্লির মৃত্যু

নারায়ণগঞ্জে রূপগঞ্জে মসজিদে ইতিকাফরত অবস্থায় জালাল উদ্দিন নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার তারাব পৌর এলাকার মৈকুলি কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে। মৃত জালাল উদ্দিনের বাড়ি কিশোরগঞ্জের নান্দাইল থানার বাছোদি গ্রামে।

জানা যায়, ফজরের নামাজের পর ঘুমিয়ে পড়েন তিনি। সকাল ৯টার দিকে ঘুম থেকে উঠেই অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পথেই মারা যান তিনি।

মৈকুলি কেন্দীয় জামে মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম আইয়ুবী বলেন, বিশ রমজান থেকে জালাল উদ্দিন ইতিকাফে বসেছেন। সকাল ৯টার দিকে ঘুম থেকে উঠে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় হাসপাতালে নেয়ার পথেই মারা যান তিনি। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হালিম ভূঁইয়া জানান, বুধবার দুপুরে জানাজা শেষে মরদেহ কিশোরগঞ্জে গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। 

 

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: