শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাথাব্যথা দূর হবে যেসব আমল করলে

মাথাব্যথা দূর হবে যেসব আমল করলে

সুস্থতার মতোই অসুস্থতাও মহান আল্লাহ তায়ালার অনেক বড় নেয়ামত বান্দার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দুর্ভিক্ষ, মৃত্যু ও বিভিন্ন মুসিবত দিয়ে আমাদের পরীক্ষা করেন। এমন পরিস্থিতিতে হতাশ না হয়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত। অসুস্থ অবস্থায় কোরআন-হাদিসের নির্দেশিত পদ্ধতিতে আল্লাহর কাছে সাহায্য চাইলে অসুস্থতাও কল্যাণ বয়ে আনে। 

প্রতিটি রোগ-অসুস্থতা আল্লাহ তায়ালা সৃষ্টি করেছেন। আবার তিনি এসবের নিরাময়ও রেখেছেন। সব অসুস্থতা থেকে রক্ষা পেতে ও আরোগ্য ইসলামী আমল রয়েছে, তেমনি মাথা ব্যথার ক্ষেত্রেও রয়েছে কোরআনের আমল। ইসলামী বিশেষজ্ঞ ও হাদিসবিশারদরা কিছু আয়াত ও আমল বর্ণনা করেছেন। যেগুলো পড়লে মাথা ব্যথা দূর হবে- 

এক.

وَلَوْ أَنَّ قُرْآنًا سُيِّرَتْ بِهِ الْجِبَالُ أَوْ قُطِّعَتْ بِهِ الْأَرْضُ أَوْ كُلِّمَ بِهِ الْمَوْتَى بَلْ لِلَّهِ الْأَمْرُ

উচ্চারণ : ওলাও আন্না কুরআনান সুয়্যিরাত বিহিল জিবালু আও কুত্তিআত বিহিল আরদ্বু আও কুল্লিমা বিহিল মাওতা, বাল লিল্লাহিল আমরু…

অর্থ : যদি কোনো কোরআন এমন হতো- যার সাহায্যে পাহাড় চলমান হয় অথবা জমিন খণ্ডিত হয় অথবা মৃতরা কথা বলে, তবে কি হতো? বরং সব কাজ তো আল্লাহর হাতে।’ (সুরা র’দ, আয়াত : ৩১)

দুই.

تَكَادُ ٱلسَّمَٰوَٰتُ يَتَفَطَّرْنَ مِنْهُ وَتَنشَقُّ ٱلْأَرْضُ وَتَخِرُّ ٱلْجِبَالُ هَدًّا

উচ্চারণ : তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদ্বু ওয়া তাখির্রুল জিবালু হাদ্দা।

অর্থ : ‘…হয় তো এর কারণেই এখনই নভোমণ্ডল ফেটে পড়বে, পৃথিবী খণ্ড-বিখণ্ড হবে এবং পর্বতমালা চূর্ণ-বিচূর্ণ হবে।’ (সুরা মরিয়ম, আয়াত : ৯০)

তিন.

وَجَعَلْنَا مِنۢ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَٰهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ

উচ্চারণ : ওয়া জাআলনা মিম বাইনি আইদিহিম সাদ্দাঁও, ওয়া মিন খালফিহিম সাদ্দাং, ফাআঘশাইনা হুম ফাহুম লা য়ুবছিরুন।

অর্থ : ‘আমি তাদের সামনে ও পেছনে প্রাচীর স্থাপন করেছি, অতঃপর তাদের আবৃত করে দিয়েছি, ফলে তারা দেখে না।’ (সুরা ইয়াসিন, আয়াত : ০৯)

চার.

وَقِيلَ يَٰٓأَرْضُ ٱبْلَعِى مَآءَكِ وَيَٰسَمَآءُ أَقْلِعِى وَغِيضَ ٱلْمَآءُ وَقُضِىَ ٱلْأَمْرُ وَٱسْتَوَتْ عَلَى ٱلْجُودِىِّ ۖ وَقِيلَ بُعْدًا لِّلْقَوْمِ ٱلظَّٰلِمِينَ

উচ্চারণ : ওয়া কিলা ইয়া আরদ্বুব লা’ই মা-আকা, ওয়া সামাউক লা’ই, ওয়া ঘি-দ্বাল মা-উ ওয়া কুদ্বিয়াল আমরু আলাল জুদি; ওয়া কিলা বু’দান লিল ক্বাওমিজ জালিমিন।

অর্থ : ‘আর নির্দেশ দেওয়া হলো- হে পৃথিবী! তোমার পানি গিলে ফেল, আর হে আকাশ- ক্ষান্ত হও। আর পানি হ্রাস করা হলো এবং কাজ শেষ হয়ে গেল, আর জুদি পর্বতে নৌকা ভিড়ল এবং ঘোষণা করা হলো, দুরাত্মা কাফেররা নিপাত যাক।’ (সুরা হুদ, আয়াত : ৪৪)

পাঁচ.

فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوْ بِهِۦٓ أَذًى مِّن رَّأْسِهِۦ فَفِدْيَةٌ مِّن صِيَامٍ أَوْ صَدَقَةٍ أَوْ نُسُكٍۢ

উচ্চারণ : ফামান কানা- মিনকুম মারিদ্বান আও বিহি আজাম মির রা’সিহি, ফাফিদয়াতুম মিন সিয়ামিন আও সাদাক্বাতিন আও নুসুক।

অর্থ : ‘তোমাদের মধ্যে অসুস্থ যারা হয়ে পড়বে কিংবা মাথায় যদি কোনো কষ্ট থাকে, তাহলে তার পরিবর্তে রোজা করবে কিংবা খয়রাত দেবে অথবা কোরবানি করবে...।’ (সুরা বাকারা, আয়াত : ১৯৬)

ছয়.

يَدُ ٱللَّهِ فَوْقَ أَيْدِيهِمْ ۚ فَمَن نَّكَثَ فَإِنَّمَا يَنكُثُ عَلَىٰ نَفْسِهِۦ

উচ্চারণ : ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ফামান নাকাছা ফাইন্নামা ইয়ানকুছু আলা নাফসিহি।

অর্থ : আল্লাহর হাত তাদের হাতের উপর রয়েছে। অতএব, যে শপথ ভঙ্গ করে; অবশ্যই সে তা নিজের ক্ষতির জন্যেই করে।’ (সুরা ফাতাহ, আয়াত : ১০)

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর