বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নকল করায় বাবাকে ‘অপমান’, ভিকারুননিসা ছাত্রীর ‘আত্মহত্যা’

নকল করায় বাবাকে ‘অপমান’, ভিকারুননিসা ছাত্রীর ‘আত্মহত্যা’

প্রতীকি ছবি

পরীক্ষায় নকল করার দায়ে ভিকারুননিসা স্কুলের এক ছাত্রীর বাবাকে স্কুলে ডেকে অপমান করেন প্রধান শিক্ষক। বাবার অপমান সহ্য করতে না পেরে অদিত্রি অধিকারী নামের ওই ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

৩ ডিসেম্বর, দুপুরে অদিত্রি বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে উদ্ধার পরে পরিবারের সদস্যরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অদিত্রি ভিকারুননিসা স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল। তার বাবা দিলীপ অধিকারী একজন কাস্টমস (সিঅ্যান্ডএফ) ব্যবসায়ী। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলায়। অদিত্রি তার পরিবারের সঙ্গে রাজধানীর শান্তিনগরে থাকত।

অদিত্রির বাবার সহকর্মী মবিনুর রহমান জানান, অদিত্রি ক্লাস পরীক্ষায় মোবাইলে উত্তরপত্র লিখে নিয়ে গিয়েছিল। ধরা পড়ায় তাকে অার পরীক্ষায় অংশ নিতে দেয়নি স্কুল কর্তৃপক্ষ। এ কারণে আজ (সোমবার) সকালে তার বাবা প্রতিষ্ঠানের প্রিন্সিপালের রুমে সরি বলার জন্য গেলে প্রিন্সিপাল তাকে অনেক কিছু বলেন। অপমান সহ্য করতে না পেরে মেয়ের সামনে কেঁদে ফেলেন দিলীপ অধিকারী। বাবাকে অপমানের বিষয়টি হয়তো মেনে নিতে পারেনি অদিত্রি। পরে সে বাসায় ফিরে তার কক্ষের দরজা বন্ধ করে দেয় এবং ফ্যানের সাথে ঝুলে অাত্মহত্যার চেষ্টা করে। অনেক ডাকাডাকির পরেও দরজা না খোলায় দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়। অসুস্থ অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক অদিত্রিকে মৃত ঘোষণা করেন।’

এ ঘটনায় নিহতের পরিবার স্কুল কর্তৃপক্ষকে দায়ী করেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাবুল মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর