বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুদকের হুংকারে অস্বস্তিতে বিএনপির সাবেক সাংসদরা

দুদকের হুংকারে অস্বস্তিতে বিএনপির সাবেক সাংসদরা

ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, অনিয়ম, মাদক ব্যবসা ও চোরাচালানসহ নানা অভিযোগে বিএনপির সাবেক সাংসদ ও মন্ত্রীদের জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এদিকে দুদকের এমন পরিকল্পনা জেনে ফেলায় আতঙ্ক বিরাজ করছে বিএনপি শিবিরে। অতীতের দুর্নীতি ও অপকর্মের কারণে ঈদুল ফিতর জেল হাজতে কাটবে, এমন ভীতি ভর করেছে দুদকের তালিকাভুক্ত বিএনপির সাবেক সাংসদদের মনে। দুদকের এমন খবরে বিএনপির অনেক নেতাই এরই মধ্যে গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।

দুদক সূত্রে জানা গেছে, সরকারি টাকা আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির সাবেক এমপি ও মন্ত্রীদের জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা হাতে নিয়েছে দুদক । দুদকের এই অনুসন্ধান জালে রয়েছেন বিএনপির অর্ধশত সাবেক সংসদ সদস্য। এদের অনেকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে দুদক। দুদকের তালিকায় রয়েছেন, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, বগুড়া-৩ আসনের বিএনপির সাবেক এমপি আবদুল মোমিন তালুকদার, তার স্ত্রী মাছুদা মোমিন ও ভাই আবদুল মুহিত তালুকদার, ঝিনাইদহ-৪ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য শহীদুজ্জামান, নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপির সাবেক সংসদ মুহাম্মদ গিয়াস উদ্দিন, নাটোর-৪ আসনে বিএনপি দলীয় সাবেক এমপি ও সাবেক মন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

এদিকে বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, ঈদের আগে হঠাৎ করে দুদকের এমন তৎপরতায় বিএনপির অভ্যন্তরে শুরু হয়েছে অস্বস্তি ও ভীতি। রাজনৈতিকভাবে দল এমনিতেই চাপে রয়েছে, তার উপর দুদকের এমন পরিকল্পনা বিএনপি নেতাদের জন্য গোদের উপর বিষফোঁড়া’র মতো হয়ে দাঁড়িয়েছে। দুদকের হাত থেকে বাঁচতে বিএনপির অন্তত ১৫ জন নেতা বিদেশে ঈদ উৎযাপন করার নামে দেশত্যাগ করার পরিকল্পনা করছেন। তবুও তারা জেলখানায় ঈদ করতে চান না। চুরি-দুর্নীতির অভিযোগে জেলে গিয়ে ইজ্জত-সম্মান নষ্ট না করতে হয় তাই দেশত্যাগ, আত্মগোপন করছেন দলটির নেতারা।

 
 
 
 
 

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

শাহজাদপুরে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা
সিরাজগঞ্জে পুরোদমে চলছে কৃষিবান্ধব সোলার প্রকল্পের কাজ
সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বেলকুচিতে বিএসটিআই অনুমোদন না থাকায় টেক্সটাইল মিলকে জরিমানা
বেলকুচিতে পুষ্টি বিষয়ক সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ
এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির
গবেষণায় আরো জোর দিতে বললেন কৃষিমন্ত্রী
রংপুর ও ভোলার চরের মানুষদের সুখবর দিলেন পরিবেশমন্ত্রী
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক